Shadow

মহামারী করোনার কারণে প্রধানমন্ত্রী কর্তৃক পাবনার সাঁথিয়ায় ১১’শ ৬টি মসজিদের জন্য আর্থিক প্রনোদনা প্রদান

ইব্রাহীম খলীল, পাবনা জেলা প্রতিনিধি।। প্রয়াস নিউজ : স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড: শামসুল হক টুক এমপি বলেন, অর্থের পরিমান দিয়ে নয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হৃদয়ের অনুভুতি হিসেবে গ্রহণ করুন। বৃহস্পতিবার মহামারী করোনার কারণে প্রধানমন্ত্রী কর্তৃক পাবনার সাঁথিয়ায় ১১’শ ৬টি মসজিদের জন্য আর্থিক প্রনোদনা প্রদান অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদের সভাপতিত্বে জেলা
পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন যৌথ আয়োজনে তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ
হাসিনার ঘোষণা করোনা মহাদুর্যোগে একটি মানুষও যেন অভুক্ত না থাকে। সে কারণে সরকার কর্মহীন ও অসহায় মানুষদের লাগাতার খাদ্য সামগ্রী বিতরণ করে চলেছে। সভায় উপস্থিত মসজিদের ইমামরে উদ্দেশ্যে তিনি বলেন, ইমামদের মাসিক বেতনের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে সরকারের। জামায়াতে ইসলাম মুসলমানের নয়,শয়তানের প্রতিনিধিত্ব করে।
আমরা সব ধর্মের লোকের সাথে সহ অবস্থান করতে চাই। শুধু মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী ইসলামের শত্রু বাংলাদেশের শত্রুদের সাথে কোন সম্পর্ক নাই। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা চেয়াম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক, মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন প্রমুখ। প্রতিটি মসজিদের জন্য পাঁচ হাজার টাকা করে প্রনোদনা দেয়া হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *