Shadow

রামগঞ্জে সরকারী খালে বহুতল মার্কেট নির্মাণ

প্রয়াস নিউজ,রামগঞ্জ,লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার গাজীপুর বাজার খাল দখল করে প্রভাবশালী ব্যক্তি বহুতল মার্কেট নির্মান করছে। খালের উপর মাসব্যাপী শ্রমিকা মাকের্ট নির্মান কাজ করলেও সংশ্লিষ্টরা কার্যকর ব্যবস্থা না নেওয়া এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
সুত্রে জানায়,গাজীপুর গ্রামের মিজানুর রহমান মিন্টু প্রভাব দেখিয়ে রামগঞ্জ পৌর বালুয়া চৌমহনী-লক্ষ্মীপুর জেলার সংযোগ খালের গাজীপুর নামক স্থানে একশত মিটার দখল করে ১১ কক্ষের বহুতল মার্কেট নির্মান করছে। সরেজমিনে মঙ্গলবার দুপুরে গেলে এলাকাবাসী মফিজ উল্যা,কবির হোসেন,মোজাম্মেল হক বলেন,আজিমপুর ও গাজীপুর মাঠের ৫হাজার একর ফসলি জমিতে এই খালের পানি দিয়ে ইরি চাষ করা হয়। খালের উপর মাকের্ট নির্মান হলে সুইচ গেটের পানি আসার প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। মার্কেট নির্মানকারী মিজানুর রহমান মিন্টু বলেন,আমাদের পৈত্রিক সম্পত্তির উপর দিয়ে খাল কাটা হয়েছে। তাই কয়েকটি দোকান ঘর নির্মান করে ব্যবসা বানিজ্য করবো। করপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুল হক মজিব বলেন,জেলা পরিষদের খালের উপর দিন নয়,সপ্তাহ নয় মাসব্যাপী মার্কেট নির্মান কাজ চলছে। সংশ্লিষ্টরা কোন প্রকার ব্যবস্থা না নিলে ইউপি আদালত কি করার আছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু ইউসুফ বলেন,জেলা পরিষদের খালে মার্কেট নির্মান কি ভাবে করা হচ্ছে তদন্ত করে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *