Shadow

রামগতিতে কর্মহীনের এসএমএসে খাবার যাবে বাড়ী।

রামগতি (লক্ষীপুর ) প্রতিনিধি : লক্ষীপুরের রামগতি উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল মোমিন কর্মহীন মানুষের মোবাইল ফোনে এসএমএস পেয়ে খাবার পৌছে দিচ্ছেন তাদের ঘরে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মহীন নিন্মবিত্ত, মধ্যবিত্ত, দুস্থ, প্রতিবন্ধী মানুষের জন্য সাহায্যের দরজা খোলা রেখেছেন সব সময়। চালু করেছেন হটলাইন নাম্বার। সাহায্য প্রার্থী তার নাম ঠিকানা সহ এসএমএস করলেই খাদ্য সহায়তা পৌছে দেয়া হচ্ছে তাদের ঘরে। ইতিমধ্যে তিনি অসংখ্য মানুষের বার্তা পাওয়ার পর খাদ্য সামগ্রী নিয়ে হাজির হয়েছেন তাদের দরজায় এবং তাদের হাতে খাদ্য সামগ্রী হাতে তুলে দেন।
খাদ্য সহায়তা পাওয়ার জন্য চালু করেছেন নতুন একটি হটলাইন নাম্বার । নাম্বারটি হলো : ০১৬৩৪-১৯৫২০৫।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল মোমিন বলেন আপনি বা আপনার পরিচিত কারো সাহায্যের প্রয়োজনে নাম ঠিকানাসহ এসএমএস করুন। অপ্রয়োজনে ফোন যাছাইয়ের জন্য কল করবেননা। আপনার বাাসায় খাদ্য পৌছে দেয়া হবে এবং নাম পরিচয় গোপন থাকবে।
তিনি আরো বলেন ঘরে থাকুন নিরাপদ থাকুন আমরা আপনার জন্য বাইরে আছি।
এছাড়াও তিনি এ সমস্যা উত্তরণে সকলের সহযোগীতা প্রত্যাশা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *