Shadow

রামগতিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন।

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : মেঘনা নদীর ভাঙ্গন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে রামগতির আলেকজান্ডার ইউনিয়নের বাসিন্দারা।
সোমবার সকালে উপজেলার মেঘনা নদী সংলগ্ন মুন্সিরহাট বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, রামগতি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ফারুক, স্থানীয় নাজিম উদ্দিন শিকদার, মো. হাবিবুল্লাহ, সাবেক আলেকজান্ডার ইউপি চেয়ারম্যান সালেকজান বদ্দার প্রমুখ।
পরে একটি বিক্ষোভ মিছিল করে উপকূলবাসী।.
মানববন্ধনকারীরা জানান, মেঘনা নদীর অব্যাহত ভাঙ্গনে বিস্তৃর্ণ এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। গত ছয় মাসে আলেকজান্ডার ইউনিয়নের বাংলাবাজার মুন্সিরহাট বাজার এলাকার প্রায় দেড় কি. মি. এলাকা নদীতে ভেঙ্গে গেছে। ইতোমধ্যে চর গেসপার সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসাতুল বানাত দাখিল মাদ্রাসা, দুটি সুইচ গেট, পশ্চিম আলেকজান্ডার সরকারী প্রাথমিক বিদ্যালয়, আনোয়ার উল্যাহ শিকদার প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নদী গর্ভে হারিয়ে গেছে। হুমকির মুখে রয়েছে। আলেকজান্ডার সদরে থাকা থানা, কোস্টগার্ড ভবন, ফায়ার সার্ভিস ভবন, আবহাওয়া অফিস, বিদ্যুত উপকেন্দ্র, পৌর ভবন, বালুর চর ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা, দক্ষিণ বালুর চর সরকারী প্রাথমিক বিদ্যালয়, চর বালুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙনের কবলে পড়ে কয়েক হাজার বাসিন্দা ভিটেমাটি হারিয়েছন। ভাঙ্গণ অব্যাহত থাকায় আরও কয়েক হাজার মানুষ বসতবাড়ি হারানোর আতংকে রয়েছেন। এছাড়া বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ে। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে বাসিন্দারা।
তারা বলেন, স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) আবদুল মান্নান প্রতিশ্রুতি দিলেও কার্যকর কোন পদক্ষেপ নেন নি।
তারা সেনাবাহিনীর মাধ্যমে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে ভাঙ্গন রোধের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *