Shadow

রামগতিতে বাল্যবিবাহের অভিযোগে বর, বরের পিতা ও কনের পিতাসহ ৩ জনের কারাদন্ড

 এমদাদ হোসেন সজীব,স্টাফ রিপোর্টার:

লক্ষ্মীপুরের রামগতিতে বাল্যবিবাহের অভিযোগে বর মো: জাফর(২৩), পিতা- আবদুল মতিন, বরের পিতা- আবদুল মতিন, পিতা- আ: সহিদ, গ্রাম: চর গজারিয়া, ইউনিয়ন: চর আবদুল্যাহ, কনের পিতা- মো: মাইন উদ্দিন, পিতা- শাহে আলম, গ্রাম: শিক্ষাগ্রাম, ওয়ার্ড নং- ০৫, উপজেলা: রামগতি, জেলা: লক্ষ্মীপুর। অদ্য ০১ জুন ২০১৬ তারিখ বিকাল ৪.৩০ ঘটিকার সময় রামগতি পৌরসভার শিক্ষাগ্রাম ০৫ নং ওয়ার্ডে কনের বাড়ীতে কনে রুমা আক্তার(১৬), পিতা- মো: মাইন উদ্দিন সাথে বর মো: জাফর(২৩), পিতা- আবদুল মতিন এর সাথে বিবাহ অনুষ্ঠানের সময় রামগতি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এস এম শফি কামাল কনের বাড়ীতে উপস্থিত হয়ে বিবাহ বন্ধ করেন এবং ০৩ জনকে বাল্যবিবাহ নিরোধ আইন-১৯২৯ এর ৪ ও ৬ ধারা মোতাবেক ৩ জনকে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *