Shadow

রামগতিতে শায়িত হলেন শফিউল বারী বাবু |

রামগতি লক্ষীপুর প্রতিনিধি : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবুর দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আবদুল হাদী কলেজ মাঠে ২য় জানাযা শেষে চর আলগী এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শেষ বিদায় জানাতে তার জানাজায় দলীয় নেতাকর্মী ছাড়াও অসংখ্য জনতার ভিড় দেখা গেছে । এর আগে সকাল সোয়া ১০টায় ঢাকা নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রিয় কার্যালয়ের সামনে ১ম জানাজা অনুষ্ঠিত হয় ।
মঙ্গলবার ভোর ৪টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালেআই,সি,ও তে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে রামগতি-কমলনগরে শোকের ছায়া নেমে আসে। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি’র) সভাপতি সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব, স্থানীয় সংসদ সদস্য বিকল্পধারার মহাসচিব মেজর অব: আবদুল মান্নান, সাবেক সংসদ সদস্য বিএনপি’র কেন্দ্রিয় নেতা এ বি এম আশরাফ উদদিন নিজান, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রিয় আওয়ামীলীগ নেতা ফরিদুন্নাহার লাইলী, সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন, রামগতি উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, কমলনগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, কেন্দ্রিয় আওয়ামীলীগ নেতা, আবদুজ জাহের সাজু, কমলনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী, সেচ্ছাসেবক দলের নেতা শাহীন, জহির, সেলিম, সোহাগ, ছাত্র নেতা রিয়াজ মাহমুদসহ নেতাকর্মীরা।
জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুল ক্যান্সারে ভুগছিলেন। এছাড়া বেশ কিছুদিন ধরে ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন তিনি।মৃত্যু কালীন সময়ে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *