Shadow

রামগতিতে শিক্ষার্থীর সাহসিকতায় বাল্য বিয়ে প্রতিরোধ

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে শিক্ষার্থীর সাহসিকতায় ও ভারপ্রাপ্ত ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো এক শিক্ষার্থী।
গত রোববার (১৫ অক্টোবর) রাতে ধুমধাম করে গাঁয়ে হলুদের অনুষ্ঠান চলছিলো চর আলগী ইউনিয়নের সুফির বাজার জনতা মডেল একাডেমীর ৭ম শ্রেণীর শিক্ষার্থী তানিয়া আক্তার পলির। পলি ঐ ইউিনিয়নের ৩ নং ওয়ার্ডের অরুপ মাঝির বাড়ীর সাহাবুদ্দনি মিলনের মেয়ে।
পলির সাথে বিয়ের আয়োজন চলছিলো একই গ্রামের জসিম উদ্দিনের ছেলে হেলাল উদ্দিনের সাথে।
বিয়েতে তার কোন মত ছিলোনা। কিন্তু তার বাবা ও পরিবার এ বিয়ের আয়োজন করে। শত চেষ্টা করে সে যখন পরিবারের এ আয়োজন বন্ধ করতে পারছিলোনা তখন পলি গাঁয়ে হলুদের অনুষ্ঠান থেকে পালিয়ে ইউপি চেয়ারম্যান ও মেম্বারের দ্বারস্থ হন। তারা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) অজিত দেবকে বিষয়টি অবগত করলে তিনি জনপ্রতিনিধিদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।
তাদের যাওয়ার সংবাদ পাওয়ার পর পরিবারের লোকজন বর কনেকে জোরপূর্বক নিয়ে পালিয়ে যায়।
এসময় তিনি শিক্ষার্থীকে বিয়ে দেয়া হবেনা এবং তার লেখাপড়া চালিয়ে যাবে মর্মে উভয় পরিবারের সদস্যদের কাছ থেকে মুচলেকা নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *