Shadow

রামগতির মেঘনা নদীতে কোষ্টগার্ডের অভিযান

রাগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে মৎস্য অভয়াশ্রম হিসেবে মার্চ-এপ্রিল দুই মাস সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। গত শুক্রবার বিকাল ৪ টার সময় মৎস্য আহরন নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ধরার সময় কোষ্টগার্ডের অভিযানে ১০০০ মিটার কারেন্ট জাল ও ১০০০ মিটার সুতার জাল জব্দ করে। তবে এসময় কাউকে আটক করা যায় নাই বলে কোষ্টগার্ড সূত্রে জানা যায়।
এ বিষয়ে রামগতি কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার তছলিম উদ্দিন জানান, নিষিদ্ধ সময়ে নিয়মিত টহলে অভিযান চালিয়ে মেঘনা নদী থেকে আমরা ২০০০ মিটার অবৈধ জাল জব্দ করি এবং সেগুলো আলেকজান্ডার ইউনিয়নের আসল পাড়া এলাকায় এনে ভস্মিভ’ত করি।
সচেতন মহল নিষিদ্ধ সময়ে মাছ ধরার বিষয়ে ভিন্নমত পোষণ করে বলেন এবারের অভিযানের মত আর কোন সময় এতবেশী জেলে দিনের বেলা নদীতে মাছ ধরেনি। মৎস্য বিভাগের বিরুদ্ধে নদীতে মাছ ধরতে সহযোগীতার বিস্তর অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *