Shadow

রোয়াংছড়িতে তারাছা ইউনিয়নে পাবর্ত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক প্রকল্পের উদ্বোধন করেন- পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি

চাইথোয়াইমং মারমা রুদ্র,বান্দরবান, জেলা প্রতিনিধি  : বান্দরবান রোয়াংছড়ি উপজেলাতে  তারাছা ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে কয়েকটি  উন্নয়ন মূলক প্রকল্পের উদ্বোধন ও বৈদ্য পাড়া বৌদ্ধ বিহার উৎসর্গ, বুদ্ধাভিষেক ও প্রবজ্যানুষ্ঠান অনুষ্টিত হয়।রোজ  বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রায় ২১ লক্ষ টাকা ব্যায়ে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বৈদ্য পাড়া বৌদ্ধ বিহার নির্মাণ ও ৮ লক্ষ টাকা ব্যায়ে বৈদ্য পাড়া তারাছা যুব সমাজ কল্যাণ সমিতির ভবনের উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর  বাহাদুর উশৈসিং এমপি মহোদয়।
উক্ত অনুষ্ঠানের রোয়াংছড়ি উপজেলার কাইন্তারমুখ পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত মিহিন্দা মহাথের ভি ক্ষু এর সভাপতিত্ব করেন,এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়।
এর পর এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুজ্জামান, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু, সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, সদস্য তিং তিং ম্যা, রোয়াংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: দিদারুল আলম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো: আবদুল আজিজ, পার্বত্য জেলা পরিষদের সহকারি প্রকৌশলী থোয়াইচ মং মার্মা, রোয়াংছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মার্মা, ৩৪০নং তারাছা মৌজার হেডম্যান উনি হ্লা মার্মা, রোয়াংছড়ি উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা চাইহ্লাউ মার্মা, তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উথোয়াইচিং মারমা, জেলা শ্রমিকলীগের নেতা মো: ওসমান গনি রানা, বিশিষ্ট ঠিকাদার তাপস দাশ, ক্য হ্লা মার্মা লুপ্রু সহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *