Shadow

সম্মতি থাক বা না থাক, ১৬-র নীচে মেয়ের সঙ্গে সঙ্গম মানেই ধর্ষণ ।

কিশোর-কিশোরী সংলাপ,আন্তর্জাতিক ডেস্ক : ধর্ষণের অভিযোগ থেকে নিস্তার পেতে অনেকেই মেয়েটির ‘সম্মতি’কে ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করেন। এ সংক্রান্ত এক মামলার রায়ে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিল, ‘সম্মতিসূচক যৌনতা’ও ক্ষেত্রবিশেষে ‘ধর্ষণ’ বলে বিবেচিত হতে পারে, যদি মেয়েটির বয়স ১৬-র নীচে হয়।অর্থাত্‍‌ ১৬ বছর বয়সির কম কারও সঙ্গে সেক্স করলে, সম্মতি সত্ত্বেও আইনের চোখে তা অপরাধ বলেই গণ্য হবে। বিচারপতি অনিতা চৌধুরীর পর্যবেক্ষণ, আগুপিছু না-ভেবে, জটিলতার আন্দাজ না-করে, ওই নাবালিকারা অনেক সময়ই যৌনতায় সম্মতি দিতে পারে। সেই সুযোগ নিয়ে, কেউ তার সঙ্গে সহবাস করলে বা শারীরিক ভাবে মিলিত হলে, অপরাধী হিসেবেই তার বিচার করা হবে।নাবালিকাকে ধর্ষণ সংক্রান্ত মামলায় গুরগাঁওয়ের এক অভিযুক্ত নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টের শরাণাপন্ন হলে, তার সেই আবেদন খারিজ করে, ৩০ মার্চ এই রায় দেয় পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *