Shadow

সিআরবি’র রংপুর বিভাগীয় আহবায়ককে শ্রেষ্ঠ সংগঠক এ্যাওয়ার্ড প্রদান।

নীলফামারী প্রতিনিধি- “নিরাপদ খাদ্য নাগরিক অধিকার, বাস্তবায়নে দায় সবার” এই প্রতিপাদ্য নিয়ে স্বেচ্ছাসেবী জাতীয় মানবাধিকার সংগঠন সেলফ এইড এর ভোক্তা অধিকার সচেতনতা ও গবেষণা প্রকল্প “কাউন্সিল অব ভোক্তা অধিকার বাংলাদেশ (সিআরবি)” ১৫ মার্চ শুক্ররবার বিকালে ভোক্তা অধিকার দিবস- ২০১৯ উপলক্ষ্যে একটি বর্নাঢ্য র‍্যালি প্রধান কার্যালয় ১২৪, কাজির দেউরী সিডিএ মার্কেট থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চট্রগ্রাম প্রেসক্লাবে সংক্ষিপ্ত আলোচনা সভা ও এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে মিলিত হয়।উক্ত বর্নাঢ্য র‍্যালিতে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি শ্রীমতি মালা ব্যানার্জি, সিআরবি মাহাসবিব নকশাবিদ কে,জি,এম সবুজ, রংপুর বিভাগীয় আহ্বায়ক মানবতাবাদী মুহাম্মদ সাজ্জাদুর রহমানসহ সংস্থার নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠন, , সুশীল সমাজ, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সর্বস্তরের জন-সাধারণ।সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন অতিথিবৃন্দ, সংস্থার মাহাসচিবসহ বিভিন্ন পদে এ্যাওয়ার্ড প্রাপ্তিগন।
এসময়ে সকলে ভোক্তা অধিকারের জন- সচেতনতা সহ বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।আলোচনা শেষে শ্রেষ্ঠ কনজিউমাদের এ্যাওয়ার্ড প্রদান করেন প্রধান অতিথি ফেডারেল অব কনজ্যুমার অ্যাসোসিয়েন পশ্চিমবঙ্গ, ভারত- এর সভাপতি শ্রীমতি মালা ব্যানার্জি। রংপুর বিভাগীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত আহবায়ক এবং সমন্বয়কারী মানবতাবাদী মুহাম্মদ সাজ্জাদুর রহমান, ভোক্তা অধিকার নিয়ে জন সচেতনতা সৃষ্টি অব্যাহতসহ বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ সংগঠক এ্যাওয়ার্ড -২০১৯ প্রদান করেন ভারত বর্ষের হাই কোর্টের আইনজীবি শ্রীমতি মালা ব্যানার্জি। শ্রীমতী মালা ব্যানার্জি ১৯৯৩ সালে অনারারি সিটিজেন অব মেরীল্যান্ড ইউ,এস,এ দ্বারা সম্মানিত হন, ১৯৯৫ সালে ভারত সরকারের রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হয়েছেন এবং ২০০১ সালে পশাচিমবঙ্গ সরকার দ্বারা রাজ্য পুরস্কার ভূষিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *