Shadow

সি আর বি বিভাগীয় কমিটির বিশ্ব ভোক্ত অধিকার দিবস পালন।

নীলফামারী প্রতিনিধি।

“ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করণ এবং নিরাপদ খাদ্য নাগরিক অধিকার বাস্তবায়নে দায় সবার” এই প্রতিপাদ্য নিয়ে স্বেচ্ছাসেবী জাতীয় মানবাধিকার সংগঠন সেলফ এইড -এর কাউন্সিল অব ভোক্তা অধিকার বাংলাদেশ (সিআরবি)’র রংপুর বিভাগীয় নবগঠিত আহ্বায়ক কমিটির আয়োজনে
বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

১৫ মার্চ বৃহস্পতিবার দুপুরবেলা দিবসটি উপলক্ষে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উক্ত র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক মোঃ আসাদুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক মোঃ সাজ্জাদুর রহমান, সদস্য সচিব মোঃ শাফিউল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মোঃ জামান উদ্দিন শেখ, আইনজীবি মোঃ সেলিম শাহ্, ডাক্তার মোঃ হাসান হাবিবুর রহমান, মহিলা জন প্রতিনিধি মোছাঃ আরিফা সুলতানা লাভলী, সাংবাদিক মোঃ আল আমিন, সাংবাদিক মানিক লাল দত্ত, ব্যবসায়ী এমদাদুল হক সাজু, ব্যবসায়ী মোঃ রকিবুল হাসান লিটন, ব্যবসায়ী আমিনা রহমান বৈশাখী, ব্যবসায়ী মোঃ মেনাজুল ইসলাম, ব্যবসায়ী কাজী মেহেদী হাসান, ব্যবসায়ী মমতা ইয়াসমিন লতা, শিক্ষক মোঃ জিকরুল ইসলাম, গ্রাম্য ডাক্তার মোঃ মাজাহারুল ইসলাম। কমিটির সদস্যগণ এসময়ে ভোক্তা অধিকার এর মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে সকলকে অংশ নেয়ার জন্য আহ্বান জানান।

যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ সাজ্জাদুর রহমান তার বক্তব্য বলেন, ভোক্তা অধিকার বঞ্চিত সকল মানুষের ধর্ম, বর্ণ,গোত্র,জাতি- উপজাতি নির্বিশেষে সমভাবে আইনগত অধিকার সহায়তা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনকরীদের বিরুদ্ধে আমরা তাদের কর্মকান্ডে প্রতিরোধে প্রতিবাদী ভূমিকা পালনে সর্বত্র নিয়োজিত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *