Shadow

স্বর্ণ পদক পেলেন অধ্যক্ষ আরিফ

নিজস্ব প্রতিবেদন : লক্ষ্মীপুরের কমলনগর কলেজের অধ্যক্ষ মো. আরিফ হোসেন “শেরে বাংলা” গোল্ডেন পদক পেলেন।

শুক্রবার বিকেলে হোটেল অর্নেট (থ্রি স্টার) বিজয়নগর ঢাকায় শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ এ আয়োজন করেন।

তিনি শিক্ষা বিস্তারে তরুণ বয়সে প্রতিষ্ঠান স্থাপন করে  বিশেষ অবদান রাখার জন্য এ পদকে ভূষিত হন।

তিনি শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ কর্তৃক এ পদকের জন্য মনোনীত হন।

পদক প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি সুপ্রিম কোর্টের বিচারক ফয়সাল মাহমুদ ফয়েজ। প্রধান আলোচক এড. আবিদা আনজুম মিতা এমপি, সাবেক বিআরটিসি সম্পাদক সৈয়দ মার্গুব মোরশেদ, ড.কামাল উদ্দিন আহমেদ,পীরজাদা শাহিদুল হারুন,মোশারেফ হোসাইন খান চৌধুরী সহ প্রমুখ।

এইচ এম আরমান চৌধুরী’র সভাপতিত্বে সঞ্চালনা করেন শেরে বাংলা পরিষদের সাধারণ সম্পাদক আর কে রিপন।

স্থানীয় ভাবে জানা যায়, কমলনগর কলেজের অধ্যক্ষ আরিফ হোসেন তরুণ বয়সেই এলাকায় স্কুল, কলেজ এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান স্থাপন করেন। এছাড়াও তিনি  সামাজিক কার্যকলাপে অবদান রাখছেন।

প্রয়াস নিউজ /টি2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *