Shadow

২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি বাংলা

বীরের রক্তে স্বাধীন এ দেশ
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের আলোচনায় আজ রয়েছে ‘বীরের রক্তে স্বাধীন এ দেশ’।
প্রশ্ন: বিপরীত শব্দ লেখো এবং তা দিয়ে একটি করে বাক্য লেখো।
দুরন্ত, অসীম, সুনাম, বীর, জয়, জীবন
উত্তর:
প্রদত্ত শব্দ- বিপরীত শব্দ -বাক্য
দুরন্ত -শান্ত -শান্ত ছেলেটি শুধু পড়তে ভালোবাসে।
অসীম -সসীম -আবুলের কর্মধারা সসীম।
সুনাম -দুর্নাম -ভালো মানুষেরা কখনো কারও দুর্নাম করে না।
বীর -ভিতু -রাকিবের মতো ভিতু ছেলে আমি আর দেখিনি।
জয় -পরাজয় -খেলায় দুর্বল প্রতিপক্ষের পরাজয় সুনিশ্চিত।
জীবন -মরণ -বীরেরা মরণকে তুচ্ছজ্ঞান করে।
প্রশ্ন: সঠিক উত্তরটি লেখো।

ক) বাবা মারা যাওয়ার পর নূর মোহাম্মদ কিসে যোগ দেন?
১. বাংলাদেশ রাইফেলসে ২. ইস্ট পাকিস্তান রাইফেলসে
৩. বাংলাদেশ নেভিতে ৪. কোনোটিই না
উত্তর: ২. ইস্ট পাকিস্তান রাইফেলসে
খ) বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ শেখের জন্ম—
১. ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি
২. ১৯৩৮ সালের ২৬ ফেব্রুয়ারি
৩. ১৯৩৬ সালের ২৬ জানুয়ারি
৪. ১৯৩৭ সালের ২৬ জানুয়ারি
উত্তর: ১. ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি
গ) মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের কয়টি স্পিডবোট ডুবে গিয়েছিল?
১. পাঁচটি ২. আটটি
৩. সাতটি ৪. নয়টি
উত্তর: ৩. সাতটি
ঘ) বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফকে কোথায় সমাহিত করা হয়?
১. বরিশালে ২. বকশিবাজারে
৩. বোর্ডবাজারে ৪. বুড়িঘাটে
উত্তর: ৩. বোর্ডবাজারে
ঙ) খুলনা শিপইয়ার্ডের কাছেই চিরনিদ্রায় শায়িত আছেন বীর মুক্তিযোদ্ধা—
১. নূর মোহাম্মদ শেখ ২. মুন্সী আব্দুর রউফ
৩. মতিউর রহমান ৪. মোহাম্মদ রুহুল আমিন
উত্তর: ৪. মোহাম্মদ রুহুল আমিন

প্রশ্ন: নিচে দেওয়া আমাদের জাতীয় দিবসগুলোর পাশে তারিখবাচক শব্দ লেখো।
(ক) শহিদ দিবস
(খ) স্বাধীনতা দিবস
(গ) বাংলা নববর্ষ
(ঘ) শহিদ বুদ্ধিজীবী দিবস
(ঙ) বিজয় দিবস
উত্তর:
(ক) শহিদ দিবস — ২১ ফেব্রুয়ারি
(খ) স্বাধীনতা দিবস — ২৬ মার্চ
(গ) বাংলা নববর্ষ — ১ বৈশাখ
(ঘ) শহিদ বুদ্ধিজীবী দিবস — ১৪ ডিসেম্বর
(ঙ) বিজয় দিবস — ১৬ ডিসেম্বর
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা

 

২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

ইংরেজি

পাঠ্যবইবহির্ভূত টেক্সট
প্রিয় শিক্ষার্থী, গতকাল দেওয়া পাঠ্যবইবহির্ভূত টেক্সট থেকে বাকি প্রশ্নোত্তর আজ দেওয়া হলো।

7. Answer the following questions in sentence(s).
a. How are books men’s best companions?
b. Why are friends not always good companions?
c. What are men’s best companions in life?
d. How do books benefit us?
e. Why are books very useful?

Answer to the question no. 7
a. Books are men’s best companions. They do not do any harm. They do not turn false. They are always by the side of the men.
b. Friends may turn false. They may do you much harm. So they are not always good companions.
c. Books are men’s best companions in life.
d. Books are always ready to be by our side. Some books may help us laughing. Some other books may give us much pleasure. Some again give us knowledge and new ideas and make us noble men.
e. Some books may make us laugh. Some other books may give us much pleasure. Some again give us knowledge and new ideas. In this way books help us.
8. Write a short composition about ‘Reading Books’ in 5 sentences.
Answer to the question no. 8
Books are very useful to us. They give us knowledge. They become our companions. They give us solace if we are in agony. They help us to be wise.

9. Suppose, you are Promy. You live in Lalmatia, Dhaka. Prapti is your friend. Now, write a letter to your friend about your hobby as ‘reading books’.
Answer to the question no. 9

Lalmatia, Dhaka
8 March, 2016

Dear Prapti,
I have received your letter in time. Today I am going to tell you about my hobby.
Reading books is my hobby. This gives me much pleasure. If I am sad, I read books. Reading books gives me much pleasure. I have a good collection of books. They are my best companions in life. They are always ready to be my side. They make me laugh. They give us new knowledge and ideas. Please form the habit of reading books.
I am well. No more today. More when we meet next. Render my best compliments to your parents and my heartily love to your younger brothers and sisters.

Your loving friend,
Promy.
অধ্যক্ষ
প্রচেষ্টা ক্যাডেট স্কুল, ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *