Shadow

ভোলার বোরহানউদ্দিনে অগ্নিকা-ে ২০ দোকান-ঘর ভস্মীভূত ॥ ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি

ভোলা প্রতিনিধি ॥ ভোলার বোরহানউদ্দিনে অগ্নিকা-ে ২০ দোকান-ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানায় ঘর মালিক ও ব্যাবসায়ীরা। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) উপজেলার হাসান নগর ইউনিয়নের মির্জাকালু খাসমহল বাজারে সকাল আনুমানিক সাড়ে নয়টায় এ অগ্নিকা- ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি লেপতোশকের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লাগে। এরপর বাজারের দুইদিকে ছড়ায়, এতে ২০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। প্রথমে স্থানীয় লোকজন পরে ভোলা সদর, বোরহানউদ্দিন, লালমোহন ও তজুমদ্দিন উপজেলা ফায়ার সার্ভিসের ৭টি টিম এসে প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
হাসাননগর ইউনিয়নের চেয়ারম্যান আবেদ চৌধুরী জানান, সকালে ইউনিয়নের খাশমহল বাজারে একটি লেপ-তোশকের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘন্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে বাজারের আজাদের চায়ের দোকান, হারুনের মুদি দোকান, জসিমের মুদি দোকান, নুর ইসলামের কাঠের দোকান, জাহাঙ্গীর, শাজাহান, ফারুক ও ফিরোজের বাসাসহ প্রায় ৩০টি ঘর পুড়ে যায়। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ভোলা উপসহকারী পরিচালক আঃ রাজ্জাক জানায়, অগ্নিকা-ের খবর শুনতে পেরে তাৎক্ষণিক আমাদের ৭টি টিম ঘটনাস্থলে এসো পৌঁছাই এবং প্রায় আড়াই ঘন্টা চেস্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নাই।
এমন দূর্ঘটনার খবর শুনতে পেরে তাৎক্ষণিক ঘটনা স্থল পরিদর্শন করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম, বোরহানউদ্দিন থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান জানায়, অগ্নিকা-ের ঘটনায় ক্ষতিগ্রস্তের তালিকা করছি এবং সরকারিভাবে তাদের সর্বাত্মক সহযোগিতার চেস্টা করছি।