Shadow

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরর এক দশক পূর্ণ l

পাবনা জেলা প্রতিনিধি : প্রতিষ্ঠার এক দশক পূর্ণ করলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ২০০৮ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক ক্লাস শুরু হয় ২০০৯ সালের ৫ জুন। সেই থেকে ৫ জুনকে ‘বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে পালন করে আসছে পাবিপ্রবি পরিবার। ২০০১ সালের ১৫ জুলাই জাতীয় সংসদে ‘পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প’ আইন পাশ হয়।

এরপর নানা বাধা বিপত্তি পেরিয়ে ২০০৮ সালে পাবনা শহর থেকে তিন কিলোমিটার পূর্বে ঢাকা- পাবনা মহাসড়ক সংলগ্ন রাজাপুরে বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয়। ওই বছরই শিক্ষার্থী ভর্তি করা হলেও পরের বছরের ৫ জুন আনুষ্ঠানিক ক্লাস উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিক ক্লাস উদ্বোধনের দিনকেই ‘বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে উদযাপন করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সকাল ১১টায় প্রশাসন ভবনের সামনে বের করা হবে আনন্দ র্যালি। র্যালি শেষে উপাচার্য প্রফেসর ড. এম. রোস্তম আলীর সভাপতিত্বে গ্যালারি-২ অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও যুক্তরাজ্যের সাবেক হাইকমিশনার প্রফেসর ড. এম সাইদুর রহমান খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *