Shadow

হারিয়ে যাচ্ছে দেশের যুব সম্পদ, যুবসমাজের অবক্ষয় রোধে নেই কোন পদক্ষেপ ।

প্রয়াস নিউজ ডেস্ক : বর্তমান সময়ে যে বিষয়টি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে তা হলো তরুণদের মধ্যে নৈতিক অবক্ষয়ের বিস্তার। দিন দিন এটি মহামারির মতো বেড়েই চলেছে। একটি দেশ ও জাতির শক্তিশালী সম্পদ হচ্ছে যুবসমাজ। আর ওদের এই অবক্ষয় একদিনে তৈরি হয়নি। এই নৈতিক অবক্ষয়ের মূল কারণ হচ্ছে নৈতিক শিক্ষার অভাব, মাদকের বিস্তার, আকাশ সংস্কৃতির বিষাক্ত ছোবল, বেকারত্ব, ভিডিও গেমস এবং ওদের যথাপোযুক্ত মূল্যায়ন না করা।

যুবকরাই দেশ ও জাতির প্রাণ, সমাজের গৌরব। আর যখন যুবসমাজ অন্ধকারের দিকে পা বাড়ায়, তখন তা জাতির জন্য ভয়ংকর রূপ ধারণ করে। তাদের অবক্ষয়ের কারণে সমাজে নেমে আসে চরম বিপর্যয়। যুবকরা পৃথিবীতে শান্তি ও কল্যাণের মন্ত্র প্রচার করে, আর সেই যুবসমাজ যদি পৃথিবীতে অশান্তি ও দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, তবে তা সমাজের জন্য বিপর্যয়েরও কারণ। বর্তমানে আমরা এক অবক্ষয়গ্রস্ত সমাজের বাসিন্দা। বোধ ও নৈতিকতার অবক্ষয়, ধর্মবিমুখ, ধর্মনিরপেক্ষ, ভোগবাদী সমাজের পরিণতিই হলো অবক্ষয়।

যৌনহয়রানি, ধর্ষণ, মাদক ও ভিডিও গেমস এর মতো এ বিষাক্ত ছোবল যুবসমাজে বিপর্যয় নেমে আসে। ধর্ষণ সভ্যতার ইতিহাসে সবচেয়ে জঘন্য অপরাধ। ধর্ষণের মাধ্যমে শুধু একটি নারীকে নয়, একটি জাতিকে ধ্বংস করে দেওয়া হয়। ফলে সেই পরিবারটিও অকালে নিঃশেষ হয়ে যায়। এটি একটি ঘৃণিত অপরাধ। অনেক ক্ষেত্রে মেয়েটি আতহননের পথ বেছে নেয়। এর পেছনে দায়ী নৈতিক অবক্ষয়। ধর্মবিমুখ, আকাশ সংস্কৃতি এবং গেমস গুলো যুবসমাজকে অন্ধকারে ঠেলে দিচ্ছে।

জীবন ও সভ্যতার জন্য সবচেয়ে বড় হুমকি হলো মাদকাসক্তি তার চেয়েও জগন্য এখন গেমস । যুবসমাজ পড়া লেখা ছেড়ে আশঙ্কাজনক হারে মাদক এবং ভিডিও গেমস এর দিকে ঝুঁকে পড়ছে। স্কুল, কলেজের শিক্ষার্থীদের মধ্যে এর ব্যাপকতা উদ্বেকজনক হারে বেড়ে চলেছে। ফলে ঐশীর মতো অনেকে হারিয়ে যাচ্ছে অন্ধকারের অতল গহ্বরে। বর্তমান সময়ে নীল মাদক ইয়াবা এবং গেমস আগ্রাসনে দেশ এখন ক্ষতবিক্ষত। টাকা বাজি ধরে গেমস, মাদক ব্যবহার এবং ব্যবসার সঙ্গে জড়িত যার অধিকাংশই তরুণ। বিশেষ করে গেমস নিয়ে অচিরেই কোন পদক্ষেপ গ্রহন করা না হলে এটা হবে ভাইরাসের চেয়েও বিভিসিকাময় যার কারনে দেশের অনেক বড় একটা যুব সম্পদ অন্ধকারে হারিয়ে যাবে ।

নীতি যেখানে পদদলিত। মানুষ অবৈধ পথে অর্থের পাহাড় গড়ে তোলে। বিচারের বাণী যেখানে নীরবে-নিভৃতে কাঁদে। যে সমাজে মূল্যবোধ ধ্বংসের মুখে। বেকারত্ব, সন্ত্রাস, রাজনৈতিক কুপ্রভাব, অপসংস্কৃতি, অর্থনৈতিক দৈন্য যুব সমাজকে দারুণভাবে প্রভাবিত করছে। ফলে তারা সুস্থ জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে ঝুঁকে পড়ছে গেমস এবং মাদক নামক নানা অবক্ষয়ের দিকে। আমাদের যুবসমাজ বড়দের মধ্যে খুব কমই আদর্শবান মানুষ খুঁজে পাচ্ছে, যাদের থেকে তারা অনুপ্রেরণা পাবে। তারা অহরহ দেখছে রাজনীতির নামে মিথ্যাচার, সমাজ সেবার নামে সেচ্ছাচার, আদর্শের নামে প্রতারণা।

সমাজের সর্বস্তরে মূল্যবোধের এই অবক্ষয়ের শিকার আমাদের যুবসমাজ, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, শিক্ষাক্ষেত্রে অব্যবস্থাপনা যুবসমাজকে বিপথগামী করার ক্ষেত্রে বহুলাংশে দায়ী। অসুস্থ ছাত্র রাজনীতি অশিক্ষিত ব্যাবসায়ী নামধারী সন্ত্রাসীদের হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ ছাত্ররা। আর তাই এখনি নিতে হবে সময়োপযুক্ত পদক্ষেপ, শিক্ষাঙ্গনকে করতে হবে সুশিক্ষার কারখানা বৃদ্ধি করতে হবে কারিগরি শিক্ষা ব্যাবস্থা । সব প্রকার ভিডিও গেমস ও মাদকদ্রব্যের ব্যবহার, উৎপাদন, বিক্রয় নিষিদ্ধ করে কঠোর হস্তে দমন করতে হবে। এই ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে, দুর্নীতিকে সর্বক্ষেত্রে পরিহার করতে হবে। সব প্রকার মানুষের মৌলিক অধিকার পূরণ করতে হবে।

যুবসমাজের অবক্ষয়ের কারণে দেশে ক্ষুধা ও দারিদ্র্যতার মধ্যে মাথা উঁচু করার শক্তি হারিয়ে ফেলছে। যুবসমাজই দেশের প্রাণশক্তি, তাদের বিপথগামীতার অর্থ হলো গোটা জাতির ধ্বংস। তারাই জাতির আশা-আকাক্সক্ষার প্রতীক। তাদের উদ্ধার করতে হবে অবক্ষয়ের অতল গহ্বর থেকে। তা না হলে গোটা জাতি অবক্ষয়ের সাগরে ডুবে মরবে। মানব সভ্যতায় যুবসমাজের রয়েছে মুখ্য ভূমিকা। তাই তাদের দিকে বাড়িয়ে দিতে হবে স্নেহের হাত। ওদের আস্থা ফিরিয়ে আনতে হবে। পরিচালিত করতে হবে সঠিক পথে। ওদের বোঝাতে হবে যে, ওদের দিকে চেয়ে আছে গোটা দেশ ও জাতি। তাই শুধু সরকার নয়, এই সমাজকেও বাড়িয়ে দিতে হবে ওদের দিকে সহানুভূতির হাত। তবেই রক্ষা করা যাবে যুবসমাজ আর বাঁচবে দেশ। বয়ে আনবে সমাজের জন্য কল্যাণ।

আনোয়ার হোসেন

প্রকাশক ও সম্পাদক

প্রয়াস নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *