Shadow

রামগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত যুবকের ঢাকায় মৃত্যু।

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মাসিমপুর গ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাইফুল ইসলাম পাটোয়ারী (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার বিকাল ৪ টার দিকে ঢাকার ইসলামীয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাইফুল রামগঞ্জ উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের মাসিমপুর বাংলা বাজারের মুদি ব্যবসায়ী ও একই এলাকার মৃত খোরশেদ আলম লেদু মিয়া পাটোয়ারীর ছেলে।
সাইফুলের চাচা ভাই ফাহাদ পাটোয়ারী জানান, গত ১০ সেপ্টেম্বর সাইফুল জ্বরে আক্রন্ত হয়। প্রথমদিকে সাধারণ জ্বর মনে করে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে থাকেন তিনি। কিন্তু জ্বরের কোনো পরিবর্তন না হওয়ায় গত ১২ সেপ্টেম্বর রায়পুর উপজেলার ম্যাক্সকেয়ার প্রাইভেট চিকিৎসকের নির্দেশে রক্ত পরীক্ষা করান।
পরদিন পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। পরে ওইদিন সন্ধ্যায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ইসলামীয়া মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকাল ৪ টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, গত পাঁচ বছরেও চণ্ডিপুর ইউনিয়নে কোনো মশক নিধক স্প্রে ছিটানো হয়নি। বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ৪-৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। দ্রুত চণ্ডিপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্প্রে ছিটানোর দাবি জানান স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *