Shadow

কুয়েতে প্রতারণার শিকার ১ বাংলাদেশি।

স্টাফ রিপোর্টার :কুয়েতে আল মাসিলা গ্রুপ কোম্পানির প্রতারণার শিকার বাংলাদেশি মোঃ মাইন উদ্দিন, পিতা আব্দুল মান্নান, গ্রাম আটিয়া বাড়ি, ডাকঘর কানকিরহাট , উপজেলা সেনবাগ, জেলা নোয়াখালী।

কুয়েতে প্রতারণার শিকার নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার মোঃ মাইন উদ্দিন বলেন। আমি একজন কুয়েত প্রবাসী ছিলাম। কুয়েত হইতে আমাকে বিভিন্ন লোক মারফতে আমার অর্থ আত্মসাৎ করে আমার নামে মকদ্দমা দাখিল করে। আমাকে বাংলাদেশে সফর করিয়ে দেয়।

আমি একজন কুয়েত প্রবাসী ছিলাম। কুয়েত হইতে আমাকে বিভিন্ন লোক মারফত আমার অর্থ আত্মসাৎ করে। আমার নামে বেনামে মামলা-মোকদ্দমা দাখিল করে আমাকে বাংলাদেশের সকল করিয়ে দিয়েছে। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আমার ওপর নির্যাতনের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নিতে আপনার মাধ্যমে কুয়েত অবস্থানরত বাংলাদেশ হাইকমিশনার ও বাংলাদেশ দূতাবাসের উপর দায়িত্ব অর্পণ করতঃ ন্যায় বিচার পাইয়ে দিতে আপনারা সহযোগিতা কামনা করছি। আমি উপযুক্ত কাগজ-পত্রাদি বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরে জমা করিয়াছি। কুয়েতে অবস্থিত (১)বদ রাজা আব্দুল্লাহ আল-আদনানী সিভিল আইডি নং-2670 5090 325,(২)খালেদ রেজা আব্দুল্লাহ আল- আদনানী জাতীয়তা কুয়েতি, আল মাসিলা গ্রুপ কম্পানি, শুয়েখ কুয়েত। আমি এই কোম্পানি থেকে ৯ বাস কিস্তিতে যথাক্রমেঃ বিগত 06-01-2014 ইং তারিখে এগ্রিমেন্ট হয়। বাস নং-6/29 368, মডেল নং-2011,আমি সেই বাসে মোট KD-13,950 কুয়েতি দিনার প্রদান করে। বিগত 30-08-2012 ইং তারিখে এগ্রিমেন্ট হয়। বাস নং -41/ 3711,মডেল নং -2008, আমি সেই বাসে মোট 11,300 কুয়েতি দিনার প্রদান করি। বিগত 04-04-2013 ইং তারিখে এগ্রিমেন্ট হয় বাস নং -……………মডেল নং 98, আমি সেই বাসে মোট 5,412 কুয়েতি দিনার প্রদান করে। বিগত 25-05-2013 ইং তারিখে এগ্রিমেন্ট হয় বাস নং -2/25228,মডেল নং-2004, আমি সেই বাসে মোট 6,412 কুয়েতি দিনার প্রদান করি। আমার আরো দুইটি বাস সম্পর্কে কোন তথ্য নেই। কিন্তু সে আমার কাছ থেকে স্বাক্ষর নিচ্ছে এবং আমার সাথে প্রতারণা করেছে। আমি মোট 70,654 দিনার প্রদান করি। কিন্তু শেষ পর্যন্ত আমি কোন বাস বা টাকা পাইনি। তারপর 06-09-2015 ইং তারিখে কোম্পানি আমার বিরুদ্ধে 151957550 নং মামলা করে এবং আমাকে হুমকি দেয়। তারা আমাকে শারীরিক ও মানসিকভাবে বিভ্রান্ত করে আসছে। আমি যখন পুলিশের কাছে অভিযোগ করছিলাম। তখন পুলিশ আমার কথা না শুনে তার পক্ষে কথা বলেছিল। পুলিশ আমার থেকে আমার গাড়ি রেখে দেয়। আমি অসহায় হয়ে কুয়েত বিচার মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করছি। আমি প্রতারণা ও জালিয়াতির জন্য কোম্পানির উপযুক্ত বিচার আশা করি। আমার কাছে সঠিক প্রমাণ ও কাগজপত্রাদি আছে। এবং বিগত -06-01-2014 ইং তারিখে এগ্রিমেন্ট হয়, বাস নং -9/11819, মডেল নং- 1991, আমি মোট 5,168 কুয়েতি দিনার প্রদান করে। বিগত 26-08-2012 ইং তারিখে এগ্রিমেন্ট হয। বাস নং -9/90389,মডেল নং-2001,আমি এতে 9,500 কুয়েতি দিনার প্রদান করে। বিগত 31-10-2013 ইং তারিখে এগ্রিমেন্ট হয়, বাস নং -9/90302,মডেল নং-2001, আমি মোট 10,912 কুয়েতি দিনার প্রদান করে। বিগত 15-06-2010 ইং তারিখে এগ্রিমেন্ট হয। বাস নং- 5/54352,মডেল নং-………..।আমি সেই বাসে মোট 3,500 কুয়েতি দিনার প্রদান করি। বিগত 10-04-2012 ইং তারিখে এগ্রিমেন্ট হয়। বাস নং -5/53860,মডেল নং…………।আমি মোট 4,500 কুয়েতি দিনার প্রদান করি। আরো প্রকাশ থাকে যে আমের মোঃ আনছার আলসাইদ,সিভিল আইডি নং-267101100986,এবং দাউদ মোহাম্মদ আবুল আলকান্দারী,সিভিল আইডি নং-266021100324, জাতীয়তা কুয়েতি, ব্রিটিশ আমেরিকান জেনারেল ট্রেডিং এন্ড কন্ট্রাক্টং কোম্পানি এবং ইজি মুভ জেনারেল ট্রেডিং এন্ড কন্ট্রাক্টিং কোম্পানি, নং-2008/593 এবং নং-2006/362,কুয়েত। 01-11-2013 তারিখে এই দুইজন কোম্পানির নাম ব্যবহার করে আমার সাথে দুই দুটি চুক্তি করেছে। সেই চুক্তিতে এই কোম্পানি আমার নিকট বিক্রি করবে, এবং আমার রেসিডেন্সি ট্রানস্ফার করবে। এবং আমার কাছ থেকে 17,000 কুয়েতি দিনার নেয়। তারপর তারা কোম্পানিটি আমার কাছে বিক্রয় করে নি এবং তারা আমার রেসিডেন্সি ট্রানস্ফার করে দেয়নি। যখন আমি আমার টাকা তাদের কাছে ফেরত চাইলাম, তখন তারা আমাকে হুমকি দেয় এবং দেশে পাঠিয়ে দিবে বলে হুমকি দেয়। তারা আমাকে শারীরিক ও মানসিকভাবে অনেক অত্যাচার অপমান করেছে। তারা আমার সাথে প্রতারণা করেছে। আমার অনুরোধ কুয়েত বিচার মন্ত্রণালয়ের কাছ, তাদের জিজ্ঞাসাবাদ করা হোক এবং আমার পাওনা টাকা ফেরত দেওয়া হোক। আরো পকাস পায় যে,
১/মেশারি হুমায়ুন হোসেন আল রাশিদি জাতীয়তা কুয়েতি, কুয়েতে সিভিল আইডি নং-287080500494
২/জয়েলিন ইনকোং, ফিলিপিনো ন্যাশনাল ফিলিপিনো পাসপোর্ট নং-P2539331
৩/ জেসিলিন এলিজিন জাতীয়তা, ফিলিপিন পাসপোর্ট নং-EC6917467
৪/আহমদ থাবেত আব্দুলহালেম আহমদ, মিশরীয় জাতিয়তা কুয়েত সিভিল আইডি নং-281051203776
বিবাদি নং-১ আমার নামে মিথ্যা অভিযোগ দায়ের করেছে। আমি তার বাড়ি থেকে তার কাজের মেয়ে নিয়ে যায়নি এবং আমার কাছে আশ্রয় দেইনি। কিন্তু তিনি কুয়েত রাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমার বিরুদ্ধে 21-03-2018 তারিখে একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন। আসামি নং 2 এবং 3 আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে। কিন্তু আমি তাদের কখনো দেখিনি এবং চিনি ও না।বিগত 26-04-2018 ইং তারিখে আমাকে পুলিশ এরেষ্ট করে। মিথ্যা অভিযোগ করে কুয়েতী মহিলার ঘাড়ির সাথেআমার গাড়ি ধাক্কা দেয়।এর পর কুয়েতি মহিলা আমাকে মার দোর করে। এবং 1500 টাকা ও স্বর্ণ নিয়ে যায়।অতঃপর পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যায়। আমাকে বলে আমার নামে সালমিয়া থানায় মামলা আছে। আমার 4 মোবাইলও 750 দিনার নিয়ে যায়। এবং আমাকে 21 দিন জলিব মখফরে রেখে দেয়।তারপর দুয়ারে আজমে নিয়ে যায়। তাদের মিথ্যা অভিযোগের কারণে আমি কুয়েতের 6 মাস জেল বন্দি ছিলাম । আমি বাংলাদেশ প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *