Shadow

অপরাধীর তালিকায় যেন সন্তানের নাম না যায়, নজর দিন।বিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস ।

ব্যুরো চিফ, বরিশালঃ ০৪ অক্টোবর ২০২১ খ্রিঃ সকাল ১০ঃ৩০ ঘটিকায় বন্দর থানা বিএমপি কর্তৃক “ওপেন হাউজ ডে ” অনুষ্ঠিত হয়।

উক্ত ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি ক্রাইম এন্ড অপস্ জনাব মোঃ এনামুল হক।

প্রতিমাসের ০৪ তারিখ বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা , ০৭ তারিখ কাউনিয়া থানা , ১০ তারিখ এয়ারপোর্ট থানা ও ১৩ তারিখ কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয় । সভার সভাপতি সহ শীর্ষ কর্মকর্তাবৃন্দ প্রতিটি থানায় গিয়ে দীর্ঘ সময় নিয়ে জনসাধারনের কথা শুনেন। জনগণের কাছে এসময় থানা চিত্র যেন পুলিশ কমিশনার কার্যালয়। থানা এলাকার সাধারণ মানুষও এই ওপেন হাউজ ডে’র দিন উপস্থিত থাকেন।

প্রধান অতিথি , বিগত ওপেন হাউজ ডে সভার কার্যবিবরণী তথা জবাবদিহিতা নিশ্চিত করে আগত ভুক্তভোগীর কথা সরাসরি শুনে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

ওপেন হাউজ ডে’তে তিন ধরনের আবেদন গুরুত্ব সহকারে শুনে ব্যবস্থা গ্রহণ করা হয় ; ভুক্তভোগীর কথা , সমাজের শৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণের গঠনমূলক পরামর্শ এমনকি আমাদের কোন পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অনিয়ম রয়েছে কিনা তা সরাসরি শুনে থাকি এবং সেই অনুযায়ী গৃহীত ব্যবস্থা সকলের সামনে পর্যালোচনা করা হয়।

তাই, সভায় নিজ ও প্রতিবেশীকে ভালো রাখতে, অপরাধ দানাবাঁধার আগেই ওপেন হাউজ ডে’তে এখানে এসে বেশি বেশি তথ্য দিয়ে সহায়তা কামনা করা হয়।

প্রধান অতিথি বলেন, অপরাধীর তালিকায় যেন আপনাদের সন্তানের নাম না যায়, এজন্য অপরাধ দানাবাঁধার আগেই নজর দিন। চিহ্নিত সমস্যাগুলো নিয়মিত আমাদের জানান। আগের দিনে এলাকার মুরব্বিরা যথেষ্ট ছিলো আমাকে সঠিক পথে পরিচালিত করতে।পুলিশ জনগণের পারস্পরিক সহযোগিতা না পেলে সমাজ থেকে অপরাধ দমন করা কষ্টকর।
আপনার সন্তান কোথায় যায় কার সাথে মিশে এগুলো খেয়াল রাখতে হবে।সমাজে মাদকের বিষবৃক্ষ রোপণ যেন না হয় সেবিষয়ে সবাই সচেতন নাগরিক হিসেবে আমাদের কাছে তথ্য দিয়ে সহায়তা করুন।

উপ-পুলিশ কমিশনার বিএমপি দক্ষিণ জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম-বার তাঁর সরকারী নম্বর সবাইকে অবগত করে বলেন, আমাদের দেশ উন্নত হলেও আমরা মনের দিকে যথেষ্ট অনুন্নত রয়েছি, চারপাশের ছোটখাটো সমস্যাগুলোকেও আমাদের জানান এমনকি কারো পারিবারিক দ্বন্দ্ব সম্পর্কেও জানান, আপনার দোরগোড়ায় বিট অফিসার বসে আছেন।অপরাধী রিকশা চালক হোক বা বিমান চালক হোক কোন ছাড় দেয়া হবে না,
সমাজের যাবতীয় কুকর্মের বিষবাষ্প নিরাময়ের জন্য পুলিশ জনতা অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে হবে।

অতিরিক্ত উপপুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি জনাব মোঃ ফজলুল করীম বলেন, নতুন প্রজন্মকে দায়িত্বশীল করে তোলা আমাদের সকলের দায়িত্ব।সমাজের সকল অশুভ কুকর্ম দানাবাঁধার আগে
আমাদের অবগত করুন।

বন্দর থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি জনাব মোঃ ফজলুল করীম, সহকারী পুলিশ কমিশনার কাউনিয়া থানা বিএমপি জনাব রবিউল ইসলাম শামীম, সহকারী পুলিশ কমিশনার মোঃ খলিল সহ সুশীল সমাজের সর্বস্তরের প্রতিনিধি ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *