Shadow

ডিমলার ঝুনাগাছচাপানীতে নৌকার প্রার্থী হতে চান গোলাম হাবীব চৌধুরি (বাবু)।

স্টাফ রিপোর্টারঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম হাবীব চৌধুরি বাবু।ইতিমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি উপজেলার ঝুনাগাছচাপানী গ্রামের কৃতি সন্তান গোলাম হাবীব চৌধুরি (বাবু)
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ইতিমধ্যেই ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।
ছাত্রজীবন থেকে বিগত ১৯৮৪ সালে জলঢাকা ডিগ্রী কলেজের ছাত্রলীগের সাধারন সম্পাদক দিয়ে পথ চলা শুরু এবং ১৯৯৪ সালে উপজেলার ঝুনাগাছচাপানী ইউপি শাখার আওয়ামী লীগের সাংগঠনিক হিসেবে দায়িত্ব পালন করেন।১৯৯৫ সালে জেলা কৃষক লীগের সদস্য হন।এছাড়াও তিনি ২০০৩সালে ঝুনাগাছচাপানী শাখার আওয়ামীগীগের সহ-সভাপতি ২০১৯সালে জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের যুগ্ন আহবায়ক ও বর্তমান উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি হিসাবে কাজ করেছেন।তিনি আসন্ন ঝুনাগাছচাপানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের বর্তমান সভাপতি গোলাম হাবীব চৌধুরি (বাবু)। তাঁর শিক্ষাগত যোগ্যতা: ১৯৮৪ সালে জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি,১৯৭৮ সালে জলঢাকা ডিগ্রি কলেজ থেকে এইচ এস,সি ১৯৯১ সালে চট্টগ্রাম ইউনিভাসিটি অনার্স,এবং ২০০০সালে রাজশাহী টিচার ট্রেনিং কলেজ থেকে এম,এড পাশ করেন। এবার ইউনিয়নবাসী’রা বলছেন, মহামারি করোনাভাইরাস কালে সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন তিনি।
জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সর্বদা অগ্রনী ভূমিকা পালন করেছেন দলের ত্যাগী ও নিবেদিত প্রান গোলাম হাবীব চৌধুরি(বাবু)। নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণ তাঁকে চেয়ারম্যান পদে দেখতে চান। জনগণের এ আবদার রক্ষার্থে গোলাম হাবীব চৌধুরি(বাবু)। নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করার জন্য প্রস্ততি নিয়েছেন।
তিনি প্রতিবেদকের সাথে সৌজন্য সাক্ষাৎ কালে বলেন, আমি দীর্ঘদিন ধরে পিতা অনুপ্রেরনায় বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে দলের জন্য মাঠে কাজ করে যাচ্ছি। আমাদের প্রিয় অভিভাবক (ডোমার-ডিমলা)আসনে সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার মহোদয়ের হাতেকে শক্তিশালী ও উন্নয়ন মূলক কাজ গুলো আরো গতিশীল করতে আমি জনগণের যে সমস্য গুলো আছে, সেগুলো সমাধান করতে আমি প্রার্থী হয়েছি। ঝুনাগাছচাপানী ইউনিয়নবাসীর সেবক হতে চাই আমি।তিনি আরো বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে জনগণের পাশে দাড়াতে চাই এবং তাঁদের সুখ দুঃখ ও বিপদ-আপদে পাশে থাকতে চাই। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ সালে হলে আমি সকলে সমর্থন কামনা করি।জানা যায়,গোলাম হাবীব চৌধুরি (বাবু)তাঁর নিজস্ব অর্থায়নে করোনা ভাইরাসের মহামারীর সময় সাধ্যানুযায়ী কর্মহীন খেটে খাওয়া অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও হ্যান্ড স্যানিটাইজার মাক্স সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন এছাড়া তিনি বিভিন্ন সামাজিক উন্নয়ন মূূলক কাজ করে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *