Shadow

নেতাদের মোটরসাইকেলে শো-ডাউন: দূর্ঘটনায় আহত অসহায় মানুষ.. দায় কার?

মোঃ আরিফ হোসেন, লক্ষীপুর : রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী জামান পাটোয়ারী দুলাল ও আবুল হোসেন মিঠুকে সংবর্ধণা দিতে উপজেলার কাটাখালি এলাকায় ভীড় করেন শত শত কর্মী ও সমর্থকগণ। প্রতিটি সংবর্ধণা বহরে ছিলেন শতাধীক মোটর সাইকেল, ট্রাক ও পিকআপ।
মোটরসাইকেলের বেপরোয়া গতি, বিপদজ্জনক ওভারটেকিং, বিপরীত দিক থেকে আসা কোন পরিবহনকে সাইট না দেয়ার কারনে আজ শুক্রবার বিকালে উপজেলার কাউলিডাঙ্গা নামক স্থানে এক মর্মান্তিক দূর্ঘটনায় মারাত্মক আহত হন তিন সিএনজি যাত্রী।
তাদেরকে স্থানীয় লোকজন মুমুর্ষবস্থায় রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। মারাত্মক আহত সিএনজি চালক বাবুল মিয়া (৪৫) কে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হসপিটালে রেফার করেছেন কর্তব্যরত চিকিৎসক।
এছাড়া ভোলাকোট’র আব্দুর রহমানসহ আহত হয়েছেন আরো দুই সিএনজি যাত্রী।
স্থানীয় লোকজন জানান, মোটরসাইকেলের পাশাপাশি, ট্রাক, পিকআপ ও বিভিন্ন বাহনে করে নেতাকর্মীরা শ্লােগান দিয়ে রামগঞ্জ হাজীগঞ্জ সড়ক পারাপার হতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। এসময় তারা আরো জানান, নেতাকর্মীদের বেপরোয়া মােটরসাইকেল বহরকে সাইট দিতে গিয়ে সিএনজি চালক গতি হারিয়ে রাস্তার বাহিরে পড়ে যান।
স্থানীয় লোকজন আরো জানান, একজন সাংসদ নির্বাচনে অংশগ্রহণ করলেও এত গাড়ী, মোটরসাইকেল বহরের দেখা যায় না। অথছ নির্বাচনী আচরনবিধি লঙন করে এভাবে মোটরসাইকেল দিয়ে মহড়া স্থানীয় লোকজনসহ রামগঞ্জ হাজীগঞ্জ সড়কের যাত্রীদের চাপা দিয়ে আহত করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যেন কিছুই করার নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *