Shadow

জলঢাকায় বনাঢ্য আয়োজনে যুবলীগের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জলঢাকায় বনাঢ্য আয়োজনে আনন্দ র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে যুবলীগের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত করেছে জলঢাকা উপজেলা যুবলীগ। বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ১১ই নভেম্বর বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক মোড় বঙ্গবন্ধু মুর‌্যাল চত্বরে এক কর্মী সমাবেশের আয়োজন করেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় বাসষ্ট্যান্ড সংলগ্ন যুবলীগের দলিয় কার্যালয় থেকে একটি বনাঢ্য র‌্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্তরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উক্ত আলোচনা সভায় জলঢাকা উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৪ নীলফামারী-৩ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু। এ সময় উপস্থিত পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক সফিকুল ইসলাম পলাশ, খুটামারা ইউনিয়ন যুবলীগের ডাঃ তাজুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন মীরগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহবায়ক হুমায়ন কবির হুকুম আলী, আজম বাদশা সাবু, যুবলীগ নেতা নয়ন, সুখচাঁদ রায়, বাদশা প্রমুখ। যুবলীগের বর্ষপূর্তি উদযাপনে প্রধান অতিথির বক্তৃতায় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা এমপি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষে আজকের এই যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার ফলশ্রুতিতে আজ বনাঢ্য আয়োজনে কেক কাটার মধ্য দিয়ে যুবলীগের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো। আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেই কিন্তূ তার প্রতিষ্ঠা করা যুবলীগ আছে এই বাংলার মাটিতে বীরদর্পে। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে মুখ উজ্জল করতে এবং দেশরত্ন শেখ হাসিনা সরকারের ডাক দেয়া ভিষণ বাস্তবায়নে বাস্তবিক পদক্ষেপ গ্রহণ করবে জলঢাকা উপজেলা যুবলীগ আমি এই প্রত্যাশা করি।