ভোলায় লঞ্চের রোটেশন প্রথা বাতিলের দাবীতে মানববন্ধন ॥ বিক্ষোভ সমাবেশ ॥ স্মারকলিপি প্রদান
এম. শরীফ হোসাইন, ভোলা ॥ নৌ-পথে লঞ্চ মালিকদের রোটেশন প্রথা বাতিলের দাবীতে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতি সকাল ১০ টায় ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে জেলা প্রশাসক মোং সেলিম উদ্দিনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
ভোলা জেলা লঞ্চ মালিক কল্যাণ পরিষদের ব্যানারে ভোলা জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং জেলা চেম্বার অব কমার্সের পরিচালক শফিকুল ইসলামের নেতৃত্বে সকল পেশাজীবি সংগঠন ও সকল শ্রেণীর সাধারণ ভুক্তভোগী জনতা এই মানববন্ধনে অংশগ্রহণ করে লঞ্চ রোটেশন প্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। ভোলা জজ কোর্টের পিপি সৈয়দ আশারাফ হোসেন লাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোবাশ্বের উল্লাহ চৌধুরী, সাবেক প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, বিটিভির জেলা প্রতিনিধি আবু তাহের, এডভোকেট কিরন তালুকদার (এপিপি), ভোলা প্রেসক্লাবের সাধা...