ভোলা- ২ আসনে জাতীয় নির্বাচনের প্রুস্তুতি নিচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাহাঙীর এম আলম
ভোলা প্রতিনিধি : জাতীয় নির্বাচনের হাওয়া বইছে সারাদেশে। ইতিমধ্যে মনোনয়ন প্রত্যাশীরা বিভিন্ন ভাবে লবিং তদবির চালাচ্ছেন। চলছে প্রচার-প্রচারনা । ভোলার চারটি আসনেই নির্বাচনের উওাপ বিরাজ করছে। বিশেষ করে ভোলা- ২ আসনে নির্বাচনের উওাপ পরিলক্ষিত হচ্ছে। এ আসনে এবারের নির্বাচন অত্যান্ত গুরুত্বপূর্ণ। তাই আটঘাট বেধে মাঠে নামছেন সম্ভাব্য প্রার্থী তারেক রহমান আন্তর্জাতিক পরিষদ (ইউএসএ) সভাপতি ও ভোলা জেলা বিএনপির সহ- শিল্প বিষয়ক সম্পাদক জাহাঙীর এম আলম। তিনি ইতিমধ্যে নেতা কর্মীকে নিজের আঙিকে তৈরি করে মাঠে নির্বাচনের প্রুস্তুতি নিচ্ছেন। বিএনপির নেতা কর্মীদের সুত্রে জানাগেছে, জাহাঙীর এম আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়ার জন্য কেন্দ্রীয় ভাবে জোর লবিং তদবির চালাচ্ছেন। পাশা পাশি তিনি নেতা কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে গড়ে তুলছেন । অন্যদিকে নেতা কর্মীদের প্রচেষ্টার ফলে জনমতও তৈরী হচ্ছে । জাহাঙীর এম আলম ভোল-২ আস...