Shadow

ভোলা- ২ আসনে জাতীয় নির্বাচনের প্রুস্তুতি নিচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাহাঙীর এম আলম

ভোলা প্রতিনিধি : জাতীয় নির্বাচনের হাওয়া বইছে সারাদেশে। ইতিমধ্যে মনোনয়ন প্রত্যাশীরা বিভিন্ন ভাবে লবিং তদবির চালাচ্ছেন। চলছে প্রচার-প্রচারনা । ভোলার চারটি আসনেই নির্বাচনের উওাপ বিরাজ করছে। বিশেষ করে ভোলা- ২ আসনে নির্বাচনের উওাপ পরিলক্ষিত হচ্ছে। এ আসনে এবারের নির্বাচন অত্যান্ত গুরুত্বপূর্ণ। তাই আটঘাট বেধে মাঠে নামছেন সম্ভাব্য প্রার্থী তারেক রহমান আন্তর্জাতিক পরিষদ (ইউএসএ) সভাপতি ও ভোলা জেলা বিএনপির সহ- শিল্প বিষয়ক সম্পাদক জাহাঙীর এম আলম। তিনি ইতিমধ্যে নেতা কর্মীকে নিজের আঙিকে তৈরি করে মাঠে নির্বাচনের প্রুস্তুতি নিচ্ছেন। বিএনপির নেতা কর্মীদের সুত্রে জানাগেছে, জাহাঙীর এম আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়ার জন্য কেন্দ্রীয় ভাবে জোর লবিং তদবির চালাচ্ছেন। পাশা পাশি তিনি নেতা কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে গড়ে তুলছেন । অন্যদিকে নেতা কর্মীদের প্রচেষ্টার ফলে জনমতও তৈরী হচ্ছে । জাহাঙীর এম আলম ভোল-২ আসনের বিএনপির মনোনয়ন পাওয়ার ব্যপারে শতভাগ আশাবাদি বলে তার ঘনিষ্ঠ একটি সুত্র দাবী করছে। তবে এ আসনে মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি হাফিজ ইব্রাহীম। তিনি এখনো নেতৃত্ব দিচ্ছেন এ আসনে। তার কাছ থেকে মনোনয়ন ছিনিয়ে নেয়া এতটা সহজ হবেনা বলে অনেকেই জানান। তবে আইনি জটিলতার কারণে যদি হাফিজ ইব্রাহীম মনোনয়ন  না পান তবে বিকল্প প্রার্থী জাহাঙীর এম আলম এটা প্রায়ই নিশ্চিঃত। জাহাঙীর  এম আলম

বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সেখানে তিনি বিএনপির রাজনীতির সকল কর্মকান্ডের সাথে যুক্ত থেকে রাজনীতি করছেন। আবার তারেক রহমান আন্তর্জাতিক পরিষদের সভাপতির দায়িত্ব পালনের মাধ্যমে রাজনীতির মাঠে নিজের যোগ্যতার পরিচয় দিচ্ছেন। তার যোগ্যতার পাশাপাশি সে দেশে সরকার বিরোধী আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দেয়ার নজির উল্লেখযোগ্য। তাই জাহাঙীর এম আলমকে আগামী নির্বাচনে মনোনয়ন দেয়ার দাবী জানান তৃণমুল নেতা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *