রামগতিতে প্রতিবন্ধীকে শিকলে বেঁধে নির্মম নির্যাতন
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীীপুরের রামগতিতে এক প্রতিবন্ধীকে শিকলে বেঁধে নির্মম নির্যাতন করার খবর পাওয়া গেছে।
প্রতিবন্ধী ফজলুল হক বাবুল চর পোড়াগাছা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পূর্ব চর কলাকোপা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় গত শনিবার (২০ মে) সন্ধায় সৈয়দ নগর বাজারে মোস্তফা চৌকিদারের দোকানে বাকিতে সদাই খাওয়ার প্রেক্ষিতে তার কাছে মোস্তফা ১৫০০/- টাকা পাওনা থাকায় সেখান থেকে ৫০০/-টাকা পরিশোধ করতে যায় বাবুল। মোস্তফার দোকানে হালখাতা করায় এত অল্প টাকা পরিশোধ করার কারণে মোস্তফা বাবুলের উপর ক্ষিপ্ত হয়ে তাকে প্রকাশ্যে শিকলে বেঁধে রাখে। সন্ধা থেকে রাত ৮ টা পর্যন্ত দোকানের সামনে বেঁেধ রাখাতে স্থানীয় ইউপি সদস্য লিটন, ইব্রাহিমসহ গন্যমান্যরা বলার পরও তারা তাতে কর্ণপাত না করে তাকে ঁেবধে রেখে মোস্তফার ছেলে মন্নান, শাহাব উদ্দিন, ফারুক মিলে শারিরীক নির্যাতন করে। নির্যাতন সহ্য করতে...