ভোলায় চোরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানায় অভিযোগ
ভোলা প্রতিনিধি : ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মমতাজ বেগম নামের এক গৃহবধু স্থানীয় কয়েকজন চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ভোলা সদর মডেল থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগ সুত্রে জানাগেছে, একই এলাকার কামরুলেরর ছেলে রাজিব,খোরশেদের ছেলে খোকন বিভিন্ন বাসা বাড়িতে ঢুকে চুরি সংঘটিত করে আসছে। তাদেরকে আগাম তথ্য দিয়ে সহযোগিতা করছে সাহে আলমের স্ত্রী ফেরদৌসি বেগম। গত ১০/৫/১৭ ইং তারিখে বিকালে রাজিব ও খোকনসহ কয়েকজন মিলে মমতাজ বেগমের কয়েকটি হাস চুরি করে নিয়ে যায়। খোজ খবর নিয়ে জানতে পারে রাজিব ও খোকন ওই হাস চুরি করে। এ ঘটনায় মেম্বারসসহ গন্যমান্য ব্যক্তিদের জানালে তারা দুটি হাস জবাই করা অবস্থায় উদ্বার করে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য থানায় অভিযোগ দেয়া হয়েছে । এদিকে থানায় অভিযোগ দেয়ার পর থেকে চোরেরা মমতাজ বেগমকে হুমকি ধমকি দিয়ে আসছে। তাদের বিরুদ্ধে জরুরী ব্যবস্থা নিতে প্রশাসনে...