প্রথ নিম গাছ থেকে বের হচ্ছে মিষ্টি দুধ, ‘অলৌকিক’ নিয়ে তোলপাড় এলাকায়
প্রয়াস নিউজ : দেবতা কিংবা অলৌকিক ব্যাপার ছাড়া অন্য কিছু আর ভাবতেই পারছেন না গ্রামবাসীরা। পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের এক কর্মী সমবেত জনতাকে বোঝানোর চেষ্টা করেন যে, এটি প্রাকৃতিক নিয়ম।
আধুনিক যুগেও পিছন ছাড়েনি কুসংস্কার৷ প্রাকৃতিক নিয়মের অনেক যুক্তিপূর্ণ ব্যাখ্যা বিজ্ঞান দিলেও, মানুষ যেন বরাবরই তার পিছনে দৈবহস্তক্ষেপ দেখতে পায়৷ এবং তাই হয়েছে পশ্চিম মেদিনীপুরের বেলদাতে৷ নিমগাছ থেকে সাদা রঙের তরল বের হতে দেখে সেটিকে ঘিরে শুরু হয়েছে পূজার্চনা৷ বৃহস্পতিবার থেকে দৈবকৃপাধন্য সেই নিম গাছের তলায় ভিড় জমিয়েছেন গ্রামবাসীরা৷ রটে গিয়েছে, গাছে রয়েছেন শীতলা দেবী৷
নারায়ণগড় ব্লকের বেলদা অঞ্চলের সবুজপল্লি এলাকা। নারায়ণগড় সুসংহত শিশু বিকাশ প্রকল্প অফিসের সামনের মাঠেই রয়েছে একটি নিম গাছ। হঠাৎ করে কেউ আবিষ্কার করেন, নিম গাছের গা বেয়ে গড়িয়ে পড়ছে দুধ। কেউ কেউ হাতে নিয়ে চেটে দেখেন দিব্যি মিষ্টি। মুহূর্তে ছড়িয়ে যায়...