৮০ ফুট লম্বা মানুষের কঙ্কাল নিয়ে ভারতে তোলপাড় !
আন্তর্জাতিক ডেস্ক : উত্তর ভারতে সন্ধান পাওয়া ৮০ ফুট লম্বা মানুষের একটি কঙ্কাল নিয়ে তোলপাড় চলছে। তার মধ্যে আন্তর্জাতিক এক চ্যানেল এই ধারণা উসকে দিয়েছে যে, মহাভারতের চরিত্র ভীম-এর ছেলে ঘটোৎকচের বর্ণনার সঙ্গে নাকি মিল আছে এই দৈত্যাকার কঙ্কালের! ফলে এই কঙ্কালের ছবি ভাইরাল হয়ে উঠেছে।
তবে এই রহস্য ফাঁসের দাবি করেছে হোয়াক্সঅরফ্যাক্ট নামের একটি ওয়েবসাইট। তাদের দাবি, তাদের ফটোশপ প্রতিযোগিতায় এই দৈত্যাকার কঙ্কালের ছবিটি এসেছিল। তিনবার ভিন্ন ভিন্নভাবে ছবিগুলি এসেছে। ওয়েবসাইটির দাবি, তাদের বিশেষজ্ঞরাও এই কঙ্কালের ছবি পরীক্ষা করে দেখেছেন। তাতে পরিষ্কার যে, এই ছবিগুলি ফটোশপে তৈরি।
সবশেষে হোয়াক্সঅরফ্যাক্ট নামে ওই ওয়েবসাইটির দাবি করে, দৈত্যাকার কঙ্কাল বলে যে ছবিটি ফটোশপ করা হয়েছে, তার মূল উৎস ‘ক্যালামিটা কসমিকা’ বা ‘কসমিক ম্যাগনেট’ নামে একটি ছবি। ১৯৯০ সালে জিনো ডে ডমিনিকস বলে এক শিল্পী ২৮ মিটার লম্বা এব...