কমলনগরে বনফুলের নকল কারখানা
কমলনগর(লক্ষ্মীপুর)সংবাদদাতা:
লক্ষ্মীপুরের কমলনগরে বনফুল এন্ড কোং এর মোড়ক নকল করে কারখানা গড়ে উঠেছে। বনফুলের নকল মোড়ক ও বিএসটিআই এর রেজিঃ নাম্বার ব্যবহার করে সেমাই সহকারে বিভিন্ন পন্য বাজারজাত করছে স¤্রাট ফুড প্রডাক্টস।
এ কারখানার স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্যানিটারি বিভাগ, পরিবেশ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আয়কর বিভাগ, ্বিএসটিআইর, বানিজ্য মন্ত্রণালয়ের কোন অনুমোদন নেই তবুও এ কারখানায় উৎপাদিত পন্যতে বিএসটিআইর লগো লাগিয়ে বাজারজাত করছে। পন্যে উৎপাদনের তারিখ, মেয়াদ, ব্যাচ নাম্বার কোন কিছুই নেই অথচ প্রশাসনের নাকের ডগায় গড়ে উঠেছে এ কারখানা এবং দেদারচে বিক্রি ও বাজারজাত করছে।
স্থানীয়ারা ও ব্যবসায়ীরা জানান, স¤্রাট ফুড প্রোডাক্টসের নামে কারখানা দিয়ে নি¤œ মানের খাদ্য সামগ্রী তৈরী করে বনফুল ও নাম্বার ওয়ানের নকল লগো ব্যবহার করে দেদারছে বিক্রি করছে। গত শুক্রবার কারখানা গিয়ে দেখা যায় অত্যান্...