Shadow

কমলনগরে বনফুলের নকল কারখানা

কমলনগর(লক্ষ্মীপুর)সংবাদদাতা:
লক্ষ্মীপুরের কমলনগরে বনফুল এন্ড কোং এর মোড়ক নকল করে কারখানা গড়ে উঠেছে। বনফুলের নকল মোড়ক ও বিএসটিআই এর রেজিঃ নাম্বার ব্যবহার করে সেমাই সহকারে বিভিন্ন পন্য বাজারজাত করছে  স¤্রাট ফুড প্রডাক্টস।
Photo0460Photo0450
এ কারখানার স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্যানিটারি বিভাগ, পরিবেশ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আয়কর বিভাগ, ্বিএসটিআইর, বানিজ্য মন্ত্রণালয়ের কোন অনুমোদন নেই তবুও এ কারখানায় উৎপাদিত পন্যতে বিএসটিআইর লগো লাগিয়ে বাজারজাত করছে। পন্যে উৎপাদনের তারিখ, মেয়াদ, ব্যাচ নাম্বার কোন কিছুই নেই অথচ প্রশাসনের নাকের ডগায় গড়ে উঠেছে এ কারখানা এবং দেদারচে বিক্রি ও বাজারজাত করছে।
Photo0459
স্থানীয়ারা ও ব্যবসায়ীরা জানান, স¤্রাট ফুড প্রোডাক্টসের নামে কারখানা দিয়ে নি¤œ মানের খাদ্য সামগ্রী তৈরী করে বনফুল ও নাম্বার ওয়ানের নকল লগো ব্যবহার করে দেদারছে বিক্রি করছে। গত শুক্রবার কারখানা গিয়ে দেখা যায় অত্যান্ত নোংরা পরিবেশে ও নি¤œ মানের কাচাঁমাল দিয়ে এসব পন্য তৈরী হচ্ছে।

উপজেলা  নিরাপদ পরিদর্শক (স্যানিটারী ইন্সপেক্টর) মিজানুর রহমান জানান, আমাদের কাছ থেকে স¤্রাট ফুড ফোডাক্টস কারখানার কোনো অনুমোদন নেয়নি।

এ ব্যাপারে স¤্রাট ফুড প্রোডাক্টস এর মালিক গিয়াস আহমেদ স¤্রাট জানান, আমার অনুমোদন আছে কিন্তু প্রতিবেদকে তা দেখাতে পারেন নাই। আপনি বনফুলের লেভেল ও মোড়ক লাগিয়ে তা বিক্রি করছেন এমন প্রশ্ন করা হলে তিনি জানান রমযানে প্রতিবছর কিছু সেমাই বিতরন করি এজন্য এ লেভেল লাগিয়েছি। তিনি আরও জানান যে, প্রশাসন ও সরকার দলীয় লোক আমার আছে কেহ কিছুই করতে পারবে না।Photo0449

কমলনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার জানান, এ ধরনের একটি নকল কারখানা গড়ে উঠেছে তা অবগত হয়েছি। শিঘ্রই পরিদর্শনে যাব।IMG_20160715_205134

 

 

 

 

আগামী পর্বে থাকছে, চট্টগ্রামে  থাকাকালীন ২০১৫ ইং সালে, চট্টগ্রামের জনপ্রিয় আজাদ পত্রিকায় প্রকাশিত  দুর্নীতি ও অনিয়মের  তথ্যাবলী নিয়ে বিশেষ প্রতিবেদন I

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *