প্রস্তুতি সম্পন্ন : ৪র্থ ধাপে ৭২৫ ইউপিতে শুরু হচ্ছে ভোট উৎসব
জাতীয় ডেস্ক : সারাদেশে চলমান ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপে আজ শনিবার দেশের ৭২৫টি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে শুরু হয়ে টানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এ নির্বাচনকে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্নে সম্পন্ন করতে ইতোমধ্যে কমিশন (ইসি) সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। ইতোমধ্যে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ সব ধরনের নির্বাচনী সামগ্রী বিশেষ নিরাপত্তায় আজই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে। এদিকে নির্বাচন সুষ্ঠু করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে নির্বাচন কমিশন। প্রথম ৩ ধাপের তুলনায় এ ধাপে সুন্দর ভোট হবে এমন আশাবাদ ব্যক্ত করে নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ বলেন, অপরাধী যে পর্যায়ের হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। দায়িত্বে অবহেলা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। আইন-শৃঙ্খলা বাহিনীকে সদা সতর্ক থাকতে বলা হয়েছে। তাদে...