মাগুরায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
বার্তা ডেস্ক : জেলার মাগুরা-ঢাকা মহাসড়কের কসুন্দি ব্রিজ এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আমিনুল ইসলাম লিটন (৩৩) নামে এক ডাকাত নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত ২টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত লিটন জেলার সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, রাতে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ডাকাতির চেষ্টা চলছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ কসুন্দি ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হন ডাকাত লিটন। এছাড়া ৪ পুলিশ সদস্যও আহত হন। ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল, ৫ রাউন্ড গুলি, গুলির খোসা, রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আহত লিটনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শ...