অতিরিক্ত টাকা ছাড়া মেলেনা ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদ !
(নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় অনলাইন খরচের নামে ভূমি উনয়ন কর পরিশাধ নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। প্রতিটি ভূমি উনয়ন কর পরিশাধর রশিদই উল্লেখ করা টাকার বাইরে আদায় করা হচ্ছে প্রায় দ্বিগুন টাকা। এমন অভিযাগ উঠার পর গত কয়েকদিন ধরে অনুসন্ধ্যানে জানা যায়,গত ২৭ সেপ্টেম্বর উপজেলার গোলমুন্ডা ইউনিয়নর ভাবনচুর-৬২ মৌজার ৫১০ নং খতিয়ানব৪১৭৩ নং দাগ ১১ শতক জমির ভূমি উন্নয়ন কর পরিশোধ করন ভাবনচুর বাজার এলাকার বছির উদ্দিনের ছেলে নুরবক্স। রশিদে মোট ৪৬০ টাকা উল্লেখ থাকলেও কর পরিশোধের শুরুতেই ৮০০ টাকা দরদাম কর নেন, গোলমুন্ডা ইউনিয়নের উপ-সহকারী ভূমি অফিসার শ্রী গনশ চদ্র। প্রয়াজনের তাগিদে বাধ্য হয়ে ৮০০ টাকা দিয়েই রশিদ গ্রহন করেন নুরবক্স। তার কাছে নেওয়া হয় অতিরিক্ত ৩৪০ টাকা। একই মৌজার দুইটি দাগে কর পরিশোধ করেন হলদিবাড়ী এলাকার মোকলেছুর রহমান। প্রথম রশিদ ৫৭৬ টাকা এবং দ্বিতীয় রশিদ ৫৩৫ টাকাসহ মোট ১ হাজার ১১১ টাক...