Shadow

আজ ঈশ্বরর্দী উপ-নির্বাচনের ভোট গ্রহন শুরু l

পাবনা জেলা প্রতিনিধি: -আজ মঙ্গলবার (১৫ মে) সকাল আটটা থেকে শুরু হয়ে কোনো বিরতি ছাড়াই বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হবে। এরপর ফল ঘোষণা। জানা যাবে কে বিজয়ী হয়ে কাউন্সিলর হচ্ছেন। ঈশ্বরদী পৌরসভার ২নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসনের উপনির্বাচনে পাঁচজন প্রার্থী। আওয়ামী লীগ সমর্থিত- রেজাউল করিম নান্টু (উঠ পাখি), পার্থ প্রতিম দাস (ব্লাক বোর্ড), বিএনপি সমর্থিত- আবুল কালাম রনা (ডালিম),মনিরুল ইসলাম সাবু (পাঞ্জাবী) ও স্বতন্ত্র আরিফুজ্জামান সিজান (পানির বোতল) লড়বেন। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় বলছে, এই ওয়ার্ডে উপনির্বাচনে ভোট গ্রহণ হবে। ২ নম্বর ওয়ার্ডে ভোটার রয়েছে ৫ হাজার ৩৮৩ জন। এদের মধ্যে পুরুষ ২ হাজার ৬৩৯ ও নারী ভোটার রয়েছেন ২ হাজার ৭৪৪ জন শনিবার (১০ ফেব্রুয়ারি) কাউন্সিলর আসাদুজ্জামান পিন্টু রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে এ আসনটি শুণ্য হয়। ভোটের আগের দিন সোমবার দিনভর নানা শ্রেণির মানুষের সঙ্গে কথা হয়েছে। তাঁরা বলেছেন নিজের
ভাবনার কথা। নির্বাচন নিয়ে শেষ মুহূর্তেও তাঁদের মধ্যে উদ্বেগ, আতঙ্ক, শঙ্কা কাটেনি। এরপরও ভোটাররা একটি ভালো নির্বাচনের প্রত্যাশা করছেন। সবাই চান কেন্দ্রে গিয়ে ভোট দিতে। সুমাইয়া স্নিগ্ধা নামের এক শিক্ষার্থী জানালেন তাঁর আশঙ্কার কথা। কেন্দ্র কতটা নিরাপদ, সেটার খোঁজখবর নিয়ে ভোটকেন্দ্রে যাবেন তিনি। এই তরুণী বললেন, ভোট দিলে ব্যক্তিগত লাভ নেই। সামষ্টিক লাভ। ভোট দিতে গিয়ে ব্যক্তিগত কোনো ক্ষতি হলে সেটা হবে একান্তই ব্যক্তিগত। ক্ষতি হলে যার জন্য যাব, তিনিও খবর পর্যন্ত নেবেন না। ইজিবাইকচালক মো. পলাশ জানালেন আটটার আগেই ভোট দিয়ে আসার ইচ্ছা আছে। তিনি বলেন, ‘গন্ডগোল হলে তো পরে হবে। তাই সবার আগেই ভোট দিয়ে চলে আসব।’
পশ্চিম টেংরী কাচারি পাড়া এলাকায় চায়ের দোকানে কথা হলো বেশ কয়েকজনের সঙ্গে। তাঁরা বললেন, ভোট ভালোভাবেই হবে। সরকারি দলের পক্ষ থেকে ভোটার বা অন্য কারও ওপর কোনো চাপ নেই। তবে বোঝা যাচ্ছে না ভোটের দিন সকালে কী হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা জনি বলেন,অবাধ ও সুষ্ঠু ভোট করার জন্য তাঁদের যথেষ্ট প্রস্তুতি আছে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো : জহুরুল হক বলেন, ‘নিশ্ছিদ্র নিরাপত্তা’ নিশ্চিতের মাধ্যমে ঈশ্বরদী পৌরসভার উপনির্বাচনের ভোটের সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *