Shadow

আটঘরিয়ায় টেবুনিয়া বিএডিসি খামারের অনিয়মিত শ্রমিকদের কৃষি মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী নিয়মিত করার দাবিতে বিক্ষোভ মিছিল l

ইব্রাহীম খলীল পাবনা জেলা প্রতিনিধি :- বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের উদ্দ্যেগে( বিএডিসি) খামার প্রক্রিয়াজাত করন কেন্দ্র ডাল ও তৈল বীজ সহ সকল প্রতিষ্ঠানে কর্মরত অনিয়মিত শ্রমিকদের -কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত করনের আদেশ দ্রুত বিএডিসিতে- বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী শ্রমিক বিক্ষোভের অংশ হিসেবে মানববন্ধন করেছেন টেবুনিয়া কৃষি উন্নয়ন করর্পোরেশনের (বিএডিসি) কৃষিখামার শ্রমিকেরা। আজ সোমবার  বেলা ৯ টায় টেবুনিয়া  কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের উদ্দ্যেগে দেবোত্তর বাজারের প্রধান, প্রধান সড়ক প্রদক্ষিণ করে আটঘরিয়া উপজেলা ইউএনও অফিসের সামনে তিন থেকে চারশত নারী ও পুরুষ শ্রমিকেরা সমেবেতো হয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নামে শ্লোগান দিয়ে তাদের দবি তুলে ধরেন। এসময় বক্তারা বলেন যদি দাবি না মানা হয় তাহলে আমাদের সবার পরিবারকে না খেয়ে মরতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *