Shadow

আটঘরিয়ায় আজিজুর রহমান ফনি মিয়া স্মৃতি গোল্ড কাপ খেলায়- ১-২ গোলে বগুড়া জেলাকে হারিয়ে সিরাজগঞ্জ জেলা বিজয়ী

ইব্রাহীম খলীল,পাবনা জেলা, প্রতিনিধি প্রয়াস নিউজ: পাবনার আটঘরিয়ায় আজিজুর রহমান ফনি মিয়া স্মৃতি গোল্ড কাপ খেলায়- ১-২ গোলে বগুড়া জেলাকে হারিয়ে সিরাজগঞ্জ জেলা বিজয়ী। আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরমেয়র শহিদুুল ইসলাম রতন এর সভাপতিত্বে এবং ম্যাসকো গ্রুপের সৌজন্যে ১৪ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪ টার সময় দেবোত্তর উপজেলা পরিষদ মাঠে বীর মুক্তিযোদ্ধা মরহুম আজিজুর রহমান ফনি মিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ১ম পর্বের শেষ খেলা সম্পন্ন হয়েছে। আটঘরিয়া পৌরসভা কতৃক আয়োজিত টুর্নামেন্টের এ খেলা দেবোত্তর উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আকরাম আলী। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক। মুলগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান বকুল। দেবোত্তর ডিগ্রী কলেজের অধ্যক্ষ, সাইদুর রহমান। এসআই দুলাল। উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গাফ্ফার ও সম্পাদক, গোলাম মওলা পান্নুসহ প্রমুখ। খেলায় বগুড়া রেইন গ্রুপ বনাম ইয়াং ষ্টার ক্লাব উল্লাপাড়ারা সিরাজগঞ্জ একাদশ অংশ নেয়। এ খেলায় সিরাজগঞ্জ জেলা ১-২ গোলে বগুড়া জেলা কে হারিয়ে বিজয়ী হন। এ খেলায় ইয়াং ষ্টার ক্লাব উল্লাপাড়ারা সিরাজগঞ্জের খেলোয়াররা হলেন- সহ: অধিনায়ক গোল রক্ষক শিন্টু, কাবিল, সৈকত, বাবু, সৈকত( ২), নাজিম, হাবিব, জয়নাল, অধিনায়ক, আব্দুল্লাহ পারভেজ,শিশির,আব্বাস, অতিরিক্ত খেলোররা হলেন-সহ: গোলরক্ষক, জুবায়ের, রাজু,রাকিব,মেসি,আকাশ। বগুড়া রেইন গ্রুপের খেলোয়াররা হলেন- পিজার কিপার, হাফিজার, মিম,রতন,ফারুক খান,শান্ত, সাব্বির,আরিফ, রাব্বি,সোহাগ,রনি ,অতিরিক্ত খেলোররা হলেন- মেহেদী, নাদিম, রাজিব। উল্লাপাড়া সিরাজগঞ্জের হয়ে গোল করেন ১১ নম্বর জার্সি পড়িহিত খেলোয়ার আব্বাস, ৪:৫৩ মি:মাথায়। ৮ নম্বর জার্সি পড়িহিত জয়নাল ৫:৭ মিঃ মাথায় আরেকটি গোল করেন। বগুড়া রেইন গ্রুপের হয়ে ১নম্বর জার্সি পরিহিত খেলোয়ার আরিফ ১ টি গোল করেন। খেলায় অবৈধ ভাবে বাধা দেওয়ার কারনে বগুড়ার সাব্বির হলুদ কার্ড পান। খেলাায় প্রধান লেফারির দায়িত্বে ছিলেন তুষার া আহমেদ ও সহযোগী লেফারির দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর ও ওহাব। ধারা বর্ণনায় ছিলেন খোরশেদ রায়হান। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ আব্বাস এর হাতে ক্রেস্ট তুলে দেন খেলার সভাপতি শহিদুুল ইসলাম রতন মেয়র, আটঘরিয়া পৌরসভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *