Shadow

আটঘরিয়ায় নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স  ভবনের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী।

ইব্রাহীম খলীল,পাবনা উপজেলা প্রতিনিধি: আজ শুক্রবার (২৮ জুন) পাবনার আটঘরিয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন  করেন মুক্তিযোদ্ধা  বিষয়ক  মন্ত্রী আ, ক, ম মোজাম্মেল হক। সাংবাদিকদের মন্ত্রী জানান,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের প্রত্যেক থানা থেকে রাজাকারদের তালিকা সংগ্রহ করা হচ্ছে। শিগগিরই সম্পূর্ণ অবিকৃত অবস্থায় এ তালিকা প্রকাশ করা হবে। তিনি জানান, বাজেট প্রস্তাবনায় মাসিক ১২ হাজার টাকা ভাতা দেওয়ার ঘোষণা হলেও, তা আরও বাড়বে। এছাড়া উৎসবগুলোতে দেওয়া হবে বিশেষ বোনাস। তিনি বলেন, আদালতের মাধ্যমে যে সব যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে তারা দেশের প্রচলিত আইনেই অপরাধী প্রমাণিত হয়েছে। আদালতের রায়ের বিরোধিতা করে যারা যুদ্ধাপরাধীদের নির্দোষ দাবি করে তারা দেশের সংবিধানকে অস্বীকার করে। তাদের বিষয়ে সরকার সজাগ রয়েছে। মোজাম্মেল হক বলেন, আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়েছে। সারাদেশে সব মুক্তিযোদ্ধার কবর একই ডিজাইনে বাঁধাই করা হবে। বাজেট প্রস্তাবনায় মাসিক ১২ হাজার টাকা ভাতা দেওয়ার ঘোষণা হলেও, তা আরও বাড়বে। দুই ঈদ, পহেলা বৈশাখ ছাড়াও স্বাধীনতা ও বিজয় দিবসে বিশেষ বোনাস দেওয়া হবে।তিনি জানান, মৃত মুক্তিযোদ্ধাদের দাফনের জন্য সরকার তাদের পরিবারকে গার্ড অব অনারের আগেই ১৪ হাজার টাকা দেবে।পাবনা জেলা প্রশাসক কবির মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাসোসিয়েশন (অ্যাটকো) সভাপতি মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম,সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নুরজ্জামান বিশ্বাস, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, আটঘরিয়া পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, বেড়া পৌর মেয়র আব্দুল বাতেন, আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকরাম আলী, সাবেক আটঘরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন দেবোত্তর ইউপি চেয়ারম্যান মোহাঈম্মীন হোসেন চঞ্চল,একদন্ত ইউনিয়নের চেয়ারম্যান   ইসমাইল হোসেন সরদার, পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি শিবলী সাদিক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রবিউল ইসলাম রবি,পাবনা জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রহিচ উদ্দিন রবি,দেবোত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রী নিখিল কুমার সাহা। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন জাহাঙ্গীর হোসেন পবিত্র গীতা পাাঠ করেন বিপ্লব কুমার সেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *