Shadow

আটঘরিয়ায় ৯ কোটি টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন। 

ইব্রাহীম খলীল, পাবনা জেলা প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয় এর পুস্তিগাছা বাজারের ওপর গ্রামীণ সড়ক মেরামত সংরক্ষণ অর্থ বছর ২০২০-২০২১ এর আওতায় পাবনা সদর উপজেলা হেট কোয়ার্টার হতে বাঐখোলা (আর এইচ ডি) ভায়া পুস্তিগাছা সড়ক মেরামত চেইন ০+০০ হতে ৭+ ১৬০ মিঃ) এর শুভ উদ্বোধন করেন আটঘরিয়া-ঈশ্বরর্দী ৪) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস (এমপি)।

আটঘরিয়ায় ৯ কোটি টাকা ব্যয়ে একটি সড়ক উন্নয়নের কাজ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কাজটি বাস্তবায়ন করছে।গতকাল মঙ্গলবার ১২-১০-২০২১ ইং দুপুরে এ কাজের উদ্বোধন করা হয়। আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আটঘরিয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম রতন এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাঈম্মীন হোসেন চঞ্চল। এসময় ফুলের তোরা দিয়ে
আটঘরিয়া-ঈশ্বরর্দী ৪) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস (এমপি) মহোদয় কে শুভেচ্ছা জানান, আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু কে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান, সাবেক দেবোত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন ঠান্টু, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আটঘরিয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম রতন কে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান, দেবোত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পি,এম, ইব্রাহীম খলীল, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান কে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান, দেবোত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রলীগের কার্য্যকারী সদস্য শেখ লোকমান। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনকালে আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস (এমপি) বলেন, বাংলাদেশ তলাবিহীন ঝুড়ির মতো ছিলো। কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সেই জায়গা থেকে দেশকে উন্নয়শীল দেশে পরিণত করেছেন। এই সরকার ক্ষমতায় আছে বলেই শুধু শহর নয়, গ্রামে ব্যাপক উন্নয়ন হচ্ছে। দেশের প্রতিটি মানুষ স্বচ্ছলভাবে জীবন যাপন করতে পারছে। করোনাকালেও মানুষের জীবন-জীবিকা স্বাভাবিক রয়েছে। তিনি আরো বলেন, সরকারের উন্নয়ন কাজে কোন প্রকার দুর্নীতি হলে কঠোরভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *