Shadow

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে আজ

শিক্ষাঙ্গন ডেস্ক : আজ বুধবার একযোগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মন্ত্রণালয়ের সভাকক্ষে দুপুর ১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল প্রকাশ করবেন। এর আগে সকাল ১০টায় গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পরীক্ষার এ ফলাফল হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী। এ সময় তার সঙ্গে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ উপস্থিত থাকবেন। শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পর পরীক্ষার্থী বা তাদের অভিভাবকগণ নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে ফল জানতে পারবেন। মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ কথা জানা গেছে।
চলতি বছর এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শুরু হয় গত ১ ফেব্রুয়ারি। শেষ হয় ১০ মার্চ। আর ১৫ থেকে ১৯ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর মোট ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ পরীক্ষার্থীর মধ্যে ৮ লাখ ৪২ হাজার ৯৩৩ জন ছাত্র এবং ৮ লাখ ৮ হাজার ৫৯০ জন ছাত্রী অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *