Shadow

কমলনগরে অধ্যক্ষসহ তিন শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন

কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেবসহ কারাবন্দি তিন শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫আগষ্ট) সকাল ১০টায় উপজেলার রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কে (হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের সামনে) কলেজের শিক্ষক শিক্ষার্থী, চর লরেন্স ও ফজুমিয়ারহাট বাজারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এতে বক্তব্য রাখেন কলেজের সহকারি অধ্যাপক নুরুল করিম আজাদ, মো. জামাল উদ্দিন, মাহাবুবুর রহমান স্বপন, মো. লোকমান হোসেন, গভর্নিং বডি’র সদস্য আওয়ামী লীগ নেতা আহাম্মদ উল্যাহ ও জসিম উদ্দিন, চরলরেন্স বাজারে মানববন্ধনে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মাস্টার মফিজ উল্যাহ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. গিয়াস উদ্দিন, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন মাহমুদ ও স্কুলশিক্ষক রেজাউল করিম, ফজু মিয়ারহাট বাজারে ফজুমিয়ারহাট হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুস সহিদ, উপজেলা জেএসডি’র সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নিরব, হারুনুর রশিদ ও বাবুল মুন্সী প্রমুখ বক্তব্য রাখেন।

মানবন্ধনে বক্তারা অধ্যক্ষ আবদুল মোতালেবসহ তিন শিক্ষককে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে অতিদ্রুত তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে হুশিয়ারি দেন।

উল্লেখ্য, হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের এক শিক্ষকের দায়ের করা মামলায় কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব, সহকারি অধ্যাপক ফখরুল ইসলাম মিহির ও প্রভাষক মো. আক্তার হোসেনকে বুধবার দুদকের তদস্ত কর্মকর্তা গ্রেফতার করেন। পরে ওই দিনই আদালতের মাধ্যমে তাদেরকে লক্ষ্মীপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *