Shadow

চরের গডফাদার নুরু মেম্বারের অত্যাচারের হাত থেকে বা্ঁচতে বানিজ্য মন্ত্রীর হস্তক্ষেপ কামনা

ভোলা প্রতিনিধি : ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের

সাবেক মেম্বার জলদস্যু ও ভুমিদস্যু নুরু মেম্বারের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য শত

শত কৃষক ও জেলে বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের হস্তক্ষেপ কামনা করেছেন। জানাগেছে,

নুরু মেম্বার দীর্ঘ বছর ধরে ভোলার দক্ষিণ দিঘলদী চর, ভেলুমিয়ার চর, টেরকার
চর,কেলাকচুয়ার চর, চর হেসেন, বাউফল ও বোরহানউদ্দিনের চরসহ বিভিন্ন চরের হাজার
হাজার একর জমি জবর দখল করে নিয়েছেন। পাশা পাশি এসব চরে গরু মহিষ পালনে লাখ

লাখ টাকা, মাছ ধরতে হলে লাখ লাখ টাকার চাঁদাবানিজ্যসহ বিভিন্ন অপকর্ম চালাচ্ছে
তিনি।   কৃষক  ও জেলেদের জিম্মি করে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সেই
ভয়ংকর নুরু মেম্বার । তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেনা। তার একাধিক
ক্যাডারদের মাধ্যমে এসব নিয়ন্ত্রণ করছে। ভুক্তভোগীরা জানান,নুরু মেম্বার জমি
দখল করে বছের কোটি কোটি টাকা কামাচ্ছে । তার বিরুদ্ধে গিয়ে অনেকেই এখন
মামলা-হামলায় জর্জরিত হয়ে মানবেতর জীবন যাপন করছে। জেলেরা জানান,

পশ্চিমের নদীতে মাছ ধরতে হলে অথবা চরে কৃষি আবাদ এবং গরু মহিষ পালতে হলে

নুরু মেম্বারকে মোটা অংকের চা্ঁদা দিতে হয় । এই জিম্মি দশা থেকে পরিত্রান  পেতে

শত শত কৃষক ও জেলে বানিজ্য মন্ত্রীর  হস্তক্ষেপ কামনা করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *