Shadow

ক্যান্সারের আরো ৫ ভাইরাস শনাক্ত

স্বাস্থ্য ও চিকিৎসা : যুক্তরাষ্ট্রের হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস ডিপার্টমেন্ট ক্যান্সারের কারণ বিষয় চতুর্দশ প্রতিবেদনটি প্রকাশ করেছে। শুক্রবার প্রকাশিত এ প্রতিবেদনে প্রকাশিত হওয়া কারণগুলোসহ মোট কারণ হয়ে দাঁড়িয়েছে ২৪৮টি।

যে পাঁচটি ভাইরাস এ তালিকায় যুক্ত হয়েছে সেগুলো হলো:

১. হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস টাইপ ১ (এইচআইভি-১)

২. হিউম্যান টি-সেল লিম্ফোট্রপিক ভাইরাস টাইপ ১ (এইচটিএলভি-১)

৩. এপস্টেইন-বার ভাইরাস (ইবিভি)

৪. কাপোসি সারকোমা-এসোসিয়েটেড হার্পেসভাইরাস (কেএসএইচভি)

৫. মার্কেল সেল পলিমাভাইরাস (এমসিভি)

প্রতিবেদন অনুসারে এ ভাইরাসগুলো ২০ প্রকারের ক্যান্সারের জন্য দায়ী। সেগুলোর মধ্যে আছে চামড়ার ক্যান্সার, চক্ষুর ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, পাকস্থলির ক্যান্সার এবং বিভিন্ন প্রকার লিম্ফুমা।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল হেলথ সায়েন্সেস এর পরিচালক লিন্ডা বার্নবাম বলেন, ‘বিশ্বের প্রায় ১২% ক্যান্সার আক্রমণের জন্য দায়ী সেসব ভাইরাসগুলো। সে ভাইরাসগুলোর এখন পর্যন্ত কোন প্রতিষেধক নেই। সংক্রমণ প্রতিরোধ করার প্রচেষ্টা ক্যান্সারকে আরও মারাত্মক পর্যায়ে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *