Shadow

চরাঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে বাজেট বৃদ্ধির দাবিতে ভোলায় মানববন্ধন

চীফ রিপোর্টার, ভোলা ॥ জাতীয় বাজেটে উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা অগ্রাধিকার দিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজন ও টেকসই উন্নয়ন অর্জনে চরাঞ্চলগুলোর অবকাঠামমোগত উন্নয়নে বাজেট বৃদ্ধি করার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলা জলবায়ু ফেরাম। সোমবার (১৭ জুন) সকালে ভোলা প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তরা জলবায়ু পরির্বতনের ফলে উপকূলিয় এলাকায় ঝুঁকি বেরেছে উল্লেখ করে উপকূলিয় জনগোষ্ঠিকে সুরক্ষায় জাতীয় বাজেটে পর্যাপ্ত পরিমান অর্থ বরাদ্ধের দাবি জানান। তারা বলেন, বাংলাদেশে জলবায়ু পবিরর্বতনের ফলে ঝুঁকির মধ্যে থাকা উপকূলিয় জেলাগুলোর মধ্যে অন্যতম ঝুঁকিপূর্ণ জেলা ভোলা। ভোলাতে মূল দ্বীপের সাথে অনেকগুলি বিচ্ছিন্ন চর রয়েছে। যেখানে প্রায় দুই লাখ মানুষ স্থায়ীভাবে বসবাস করছে। এসব বিচ্ছিন্ন চরগুলেতে অনেক ফসলি জমি রয়েছে। যেখান থেকে প্রচুর কৃষি শষ্য উৎপন্ন হয়। কিন্তু সরকারের পরিকল্পনার অভাবে এই বিচ্ছিন্ন চরাঞ্চলগুলো দুর্গম চরে পরিনত রয়েছে।
বক্তারা আরো বলেন, সরকার যদি এই সমস্ত চরাঞ্চলের প্রতি নজর দেয়, তবে চরাঞ্চল থেকে আরো বেশি কৃষি পন্য উৎপাদন সম্ভব যা আমাদের জাতীয় অর্থনীতিতে ভুমিকা রাখবে এবং এই দুর্গম চরের মানুষের সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। বক্তরা ২০১৯-২০২০ জাতীয় বাজেটে উপকূলিয় এলাকার মানুষের কথা ভেবে বাজেটে অগ্রধিকারের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জলবায়ু ফোরামের সভাপতি নুরুল ইসলাম, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও জেলা জলবায়ু ফোরামের সম্পাদক অধ্যক্ষ শাফিয়া খাতুন, উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি সাংবাদিক মোকাম্মেল হক মিলন, সহ-সভাপতি এডভোকেট কামাল উদ্দিন সুলতান, প্রথম আলো প্রতিনিধি নেয়ামতউল্লাহ, কোষ্টট্রাস্ট সিএফটিএম প্রকল্পের টিম লিডার রাশিদা বেগম, আইইসিএম প্রকল্পের জেলা সমন্বয়কারী মিজানুর রহমান, স্কুল শিক্ষক শরমিন জাহান শ্যমলি। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *