Shadow

জলঢাকায় বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন।

নীলফামারী প্রতিনিধি।l পৌর এলাকার জনগনের সাথে থানা পুলিশের ভ্রাতুত্ববোধ, যোগাযোগ বৃদ্ধি, নিরাপত্তা ও মাদকদ্রব্য নির্মুল,বাল্যবিবাহ,নারীশিশু নির্যাতন বন্ধের লক্ষে, নীলফামারীর জলঢাকা পৌরসভা এলাকায় বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বুধবার বিকেলে জলঢাকা বাসস্টান চত্বরে জলঢাকা থানা পুলিশের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জলঢাকা থানা অফিসার ইনচার্জ(ওসি) মোস্তাফিজূর রহমানের সভাপতিত্বে অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার আশরাফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, সহকারী পুলিশ সুপার আলতাব হোসেন, উপজেলা পুলিশিং কার্যক্রমের সভাপতি ও সাবেক মেয়র ইলিয়াস বাবলু, বর্তমান পৌরসভা মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, পরিবহন সেক্টরের কমিউনিটি পুলিশিং এর প্রতিনিধি ও মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ, শাহিনুর রহমান, পৌর কাউন্সিলর হাফিজুর রহমান, রহমত আলী ও রঞ্জিত কুমার রায় প্রমু্খ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অফির্সাস ইনচার্জ (তদন্ত)আশরাফুজ্জামান সরকার। সহযোগিতা করেন লাভলুর রশীদ। বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কে ওসি মোস্তাফিজার রহমান বলেন, পৌরসভার মানুষের নিরাপত্তা, মাদক নির্মুল সহ একে অপরের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিতে ওয়ার্ড ভিত্তিক কাজ করবে থানা পুলিশ। প্রতিটি ওয়ার্ডে একজন এস,আই,একজন এ,এস,আই,ও চাহিদা অনুযায়ী কনস্টবল নিয়োজিত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *