Shadow

রফিকুল ইসলাম রাফিকীর কবিতা বাবা ও বেঁচে থাকার নিঃশ্বাস l

রফিকুল ইসলাম রাফিকীর
বাবা

এই পৃথিবীর কারো সাথে
হয়না বাবার তুল।
বাবা আমার পথ- প্রদর্শক
স্বপ্ন ফোটা ফুল।

বাবা বলেন- শোনরে খোকা
সদা সত্য বলবি।
সত্য যতই নির্মম হোক
সত্য কথা বলবি।

বাবার শিক্ষা নিয়ে চলছি
আলোর পথে ভাই।
বাবা হলেন শ্রেষ্ঠ শিক্ষক
তার তুলনা নাই।

আমার বাবা বিলেত থাকেন
খবর নেন রোজ।
বাবার মত সেরা মানুষ
কোথায় আছে খোঁজ।

এমন বাবার সন্তান আমি
ধন্য চির ধন্য।
প্রভুর রাহে শোকর জানাই
এমন বাবার জন্য।

♦♦
রচনাকালঃ ১৮ জুন ২০১৭ ইং
ছাত্রঃ রাবি’

রফিকুল ইসলাম রাফিকীর
বেঁচে থাকার নিঃশ্বাস
**
আমার দেশে উঠলো আবার
নয়া একটি রবি।
তার মাঝে লুকিয়ে আছে
স্বাধীন বাংলার ছবি।
**
স্বাধীন দেশে ছড়িয়ে আছে
বাংলার বীর সেনা।
হাজার হাজার তাজা প্রাণে
আমার দেশটি কেনা।
**
আমার দেশের সবুজ শ্যামল
কত ভালো লাগে।
মনের ঘরে হঠাৎ হঠাৎ
শত স্বপ্ন জাগে।
**
আমার দেশের মাঝে আছে
কোটি প্রাণের বিশ্বাস।
দেশটি আমার সবার সেরা
বেঁচে থাকার নিঃশ্বাস।
**
এমন দেশে জন্ম আমার
প্রাণটা গেলো ভরে।
সবার স্নেহ আদর সোহাগ
হৃদয় আকুল করে।
**
থাকবো আমি সবার মাঝে
হাজার বছর ধরে।
মরেও আমি অমর হবো
জনম জনম ধরে।

♦♦
রচনাকাল : ০২ নভেম্বর ২০১৬ ইং
স্থানঃ মতিহার, রাজশাহী।
ছাত্রঃ রাবি
০১৭১৬৫৩৪৯৯৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *