Shadow

জলঢাকায় বিরল প্রজাতির পাখি শকুন ধরা পড়েছে।

মোঃমশিয়ার রহমান : নীলফামারীর জলঢাকায় বিরল প্রজাতির পাখি শকুন ধরা পড়েছে। শকুনটিকে দেখতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে উৎসুক জনতার ভীড় পড়ে। শনিবার সকালে পৌরসভাধীন ৮ নং ওয়ার্ডের কয়লার গাবরোলে শকুনটি আহত অবস্থায় ক্ষেতের মধ্যে হাটাহাটি করছিল। এ সময় গোলাম রব্বানির ছেলে ওয়াশিকুজ্জামান লোশন (১৮) মাছ ধরার ছাপজাল দিয়ে শকুনটিকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট নিয়ে আসে। শকুনটি উচ্চতা প্রায় ৩ ফিট গায়ের রং মাটিয়া খয়ারি ওজন প্রায় ৩০ কেজি হবে। অসুস্থ্য শকুনটিকে উপজেলা নির্বাহী অফিসার মুহ: রাশেদুল হক প্রধান তাৎক্ষণিক প্রাণী সম্পদ অধিদপ্তরে চিকিৎসার জন্য পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *