Shadow

জলঢাকায় স্হান সংকটে প্যান্ডেল বানিয়ে জেডিসি পরিক্ষা।

মোঃ মশিয়ার রহমান,নীলফামারী জেলা : নীলফামারী জেলার  জলঢাকা উপজেলার  ছিটমীরগঞ্জ শালন গ্রাম ফাজিল মাদ্রাসায় স্থান সংকটের কারনে কেন্দ্রের মাঠে ভাড়ায় প্যান্ডেল তৈরি করে নেওয়া হচ্ছে চলতি বছরের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। জলঢাকার ছিট মীরগঞ্জ শালন গ্রামে মাদ্রাসা শিক্ষার্থীদের একমাত্র পরীক্ষা কেন্দ্রে এমনই দৃশ্য দেখা গিয়েছে।কেন্দ্র সচিব ও মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রশীদ সংবাদকর্মীকে  বলেন,এবারে ফাযিল মাদ্রাসায় এ কেন্দ্রটিতে ২৯ টি মাদ্রাসার ১৪০১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।আর এখানে রয়েছে নিজেস্ব কক্ষ মাত্র ২৬ টি।গতবারের চেয়ে এবারে পরীক্ষার্থী বেশি হওয়ায় প্রায় ৬০ হাজার টাকা ভাড়ায় প্যান্ডেলটি তৈরি করে ৬০০ জন পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এ ব্যাপারে শিক্ষকদের সাথে কথা বললে শিক্ষকেরা জানায়,এই সামান্য অবকাঠামো দিয়ে এতগুলো ছাত্র/ছাত্রী পরীক্ষা ন্যায়া অসম্ভব। তাই বাধ্য হয়ে অস্থায়ী টিন সিটের চালা তৈরী করে পরীক্ষা নিতে হচ্ছে।কর্তৃপক্ষ বলছেন বৃহত্তর রংপুরের কোন সেন্টারে এতো বেশি ছাত্র/ছাত্রী অংশগ্রহন করতে দেখা যায়নি। আর বারবার এই সমস্যা সৃষ্টি হয় এ পরীক্ষা কেন্দ্র।মাদ্রাসার কোল ঘেষে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়।আর এই বিদ্যালয়ের কক্ষ গুলোতেও চলছে পরীক্ষা।এ সমস্যা সমাধানে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *