Shadow

জলঢাকা ট্রাফিক পুলিশে নিরবতা চলছে লাইসেন্স বিহীন টলী।

নীলফামারী প্রতিনিধি : কিশোররা এখন চালক। আর সেই  চালকদের নেই কোনও ড্রাইভিং লাইসেন্স নেই তেমন কোন প্রশিক্ষন। গাড়ির লাইসেন্স কি তা এখনও বোঝেননা অনেক চালকেই। টলিতে বিভিন্ন মালামাল লোড-আনলোডকারী লেবাররাই কিছুদিনের মধ্যে হয়ে যাচ্ছে ড্রাইভার। তাই প্রতি নিয়ত ঘটছে সড়ক দূর্ঘটনা। সাধারন মানুষ থেকে শুরু করে এনজিও কর্মী,স্কুল শিক্ষাক্ষার্থী এমনকি পুলিশও রক্ষা পায়নি এই লাইসেন্সবিহীন টলির অদক্ষ ড্রাইভারদের হাত থেকে রেহাই। ফলে অকালেই ঝড়ে পড়ছে অনেক তাজা প্রাণ। নীলফামারীর জলঢাকায় ট্রাফিক পুলিশদের সামন দিয়ে বেপরোয়া গতিতে চলছে এসব লাইসেন্সবিহীন টলি। আর এসব টলি দীর্ঘদিন ধরে ঝুকিপুর্ণ অবস্থায় ইট,সিমেন্ট,বালুসহ বিভিন্ন মালামাল অতিরিক্ত নিয়ে চলাচল করলেও কোনও পদক্ষেপ নিচ্ছেন না ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ। লাইসেন্সবিহীন টলির বিরুদ্ধে আইনি ব্যবস্থা অব্যাহত রয়েছে বলে জানান,জেলা পুলিশ পরিদর্শক (ট্রাফিক) সেলিম আহম্মেদ। এ বিষয়ে নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন বলেন,‘‘টলি অবৈধ যানবাহন এগুলোর বিরুদ্ধে অতিদ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *